বিনোদন ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ০৩:৩০ পিএম
ইলন মাস্কের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন মার্কিন অভিনেত্রী আইয়ো এডেবরি। অভিনেত্রীর দাবি সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে গুজব ছড়িয়ে তার জীবনে বড় বিপর্যয় ডেকে এনেছেন এক্স -এর (টুইটার) মালিক। এমনকি প্রাণনাশের হুমকি পেয়েছেন অভিনেত্রী।
ড্রাইভার ছাড়াই চলবে ইলন মাস্কের এই ট্যাক্সি
আইয়ো এক্স হ্যান্ডেলের মাস্কের পোস্ট শেয়ার করে লিখেছেন, সে একজন ‘মূর্খ’ ‘ফ্যাসিস্ট’। তিনি বলেন, ‘পাইরেটস অব দ্যা ক্যারিবিয়ান’ছবিতে আমি অভিনয় করছি এমন ভুয়া খবরের জন্য আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং বর্ণবিদ্বেষী মন্তব্য শুনতে হয়েছে। যে ছবির কথা ছড়ানো হয়েছে তা নিয়ে আমি কিছুই জানি না। আমার কোনো সন্দেহ নেই এই মানুষটি(ইলন মাস্ক) ফ্যাসিস্ট মূর্খ।’
বিতর্কের সূত্রপাত, এক্সের মালিক নিজের একাউন্টে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে দাবি করা হয়েছে ‘পাইরেটস অব দ্যা ক্যারিবিয়ান’ সিরিজের ৬ষ্ঠ কিস্তিতে অভিনয় করতে দেখা যাবে আইয়োকে। শুধু তাই নয়, ওই পোস্টে আরও লেখা হয়, এই সিরিজের জনপ্রিয় অভিনেতা জনি ডেপের পরিবর্তে তাকে (আয়ো) নেওয়া হচ্ছে। অবমাননাকর মন্তব্য করে লিখেছেন ‘ডিজনি সাকস’।
‘পাইরেটস অব দ্যা ক্যারেবিয়ান’ সিরিজে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর চরিত্রে দেখা গেছে জনি ডেপকে। এই সিরিজের প্রয়োজক আগেই জানিয়েছিল ৬ষ্ঠ সিরেজেও জনি কে দেখা যাবে। তবে নিজের প্রাক্তন স্ত্রীর দায়ের করা মামলার কারণে কাজ বন্ধ রেখেছেন অভিনেতা।
ইলন মাস্কের বিরুদ্ধে এর আগেও বহুবার ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছিল।