বিনোদন ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ০২:০৯ পিএম
দক্ষিণী অভিনেত্রীদের নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। কোটি রুপি বাজটের সিনেমায় আইটেম গান কিংবা অভিনয়ে নজরকাড়েন অভিনেত্রীরা। তাদের মধ্যে কেউ পেয়েছেন ‘জাতীয় ক্রাশ’ তকমা। দক্ষিণী তারকারা বলিউডেও কাজ করছেন। অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের অন্ত নেই। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের আসল বয়স।
একসময় মনে করা হতো, বয়স বাড়লে অভিনয়ের সুযোগ কমে যায়। তবে এই ধারণা বদলে দিয়েছে সামান্থা রুথ প্রভু, তামান্না ভাটিয়া এবং আরও অনেক অভিনেত্রী। বয়স বাড়লেও নিজেদের সৌন্দর্য আর অভিনয় ক্যারিশমায় দর্শকদের মনে জায়গা করে নিচ্ছেন তারা।
আনুশকা শেঠি
‘বাহুবলী’ খ্যাত আনুশকা শেঠির অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তার সৌন্দর্যে কাবু অনেকেই। ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। এ অভিনেত্রী ১৯৮১ সালের ৭ নভেম্বরে কর্ণাটক রাজ্যে জন্মগ্রহনণ করেন। বর্তমানে তার বয়স ৪৩ বছর।
সামান্থা রুথ প্রভু
দক্ষিণী শোবিজ দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা’ ছবিতে ‘ও আন্তাভা’ গানের নাচে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। অভিনয়জীবনে বিভিন্ন চরিত্রে কাজের মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন। ১৯৮৭ সালে ২৮ এপ্রিল জন্ম অভিনেত্রীর। সেই হিসেবে বর্তমান বয়স ৩৭ বছর।
রাশমিকা মান্দানা
রাশভারী অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার ঝুলিতে আছে বক্স অফিস কাঁপানো জনপ্রিয় সব ছবি। ভক্তদের থেকে পেয়েছেন ‘জাতীয় ক্রাশ’-এর তকমা। নায়িকার মায়াবী মুখের হাসিতে ঘায়েল অনুরাগীরা। সমসাময়িক অভিনেত্রীদের তুলনায় বয়স কম হলেও দক্ষিণী সিনেমায় একক রাজত্ব তার হাতে। ১৯৯৬ সালের ৫ নভেম্বরে কর্ণাটকে জন্ম রাশমিকার। তার বর্তমান বয়স ২৮।
তামান্না ভাটিয়া
‘স্ত্রী ২’ ছবিতে ‘আজ কি রাত’ গানের তালে ভক্তদের মনে ঝড়ে তুলেছিলেন তামান্না ভাটিয়া। ৩৫ বছর বয়সী এই নায়িকার সৌন্দর্যে মোহিত হয়ে আছে সব বয়সের অনুরাগীরা। সদ্য বিচ্ছেদ হয়েছে এ দক্ষিণী অভিনেত্রীর। তার ব্যক্তিগত জীবন নিয়েও চলছে জোর চর্চা। ১৯৮৯ সালের ২১ ডিসেম্বরে জন্মেছিলেন তিনি।