images

বিনোদন

ভারতে এসে যে দামি জিনিসটি খুইয়েছেন কিম কার্দাশিয়ান

বিনোদন ডেস্ক

১২ মার্চ ২০২৫, ০৪:১৯ পিএম

images

গেল বছর ছোট ছেলে অনন্ত আম্বানীর বিয়েতে এলাহী কাণ্ড ঘটান মুকেশ আম্বানী। বিশ্বের তাবড় সেলিব্রেটিদের অতিথি করে উড়িয়ে আনেন ভারতে। এরমধ্যে ছিলেন হলিউড তারকা কিম কার্দাশিয়ানও। বিয়েতে সবাই কিছু না কিছু উপহাদ পেলেও কিমের ক্ষেত্রে হয় উল্টো। তিনি দামি জিনিস হারান। আট মাস পর জানা গেল সে তথ্য।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে অম্বানীদের বাড়ির বিয়ে নিয়ে কথা হচ্ছে। ঝলমলে পোশাকে কিম ও তার বোন ঢুকছেন উৎসব প্রাঙ্গণে। 

VO0322_CoverStory_03

হঠাৎ কিমের ধারালো মুখে আলোর ঝলক যেন নিমেষে নিভে গেল। চোখ নিচু করে তাকালেন বুকের দিকে। নিজের আঁটসাঁট পোশাকের ভিতরেই কী যেন খুঁজতে শুরু করলেন তিনি। হারিয়েছে হীরা। ভিডিওতে দেখা যায়, কিম হতাশ গলায় বলছেন, “এবার আমাকে এর খেসারত দিতে হবে!”

তবে এরপরের ঘটনা জানা যায়নি। এদিকে ওটিটি মাধ্যমে কিমের মা ক্রিস নিজের পাঁচ মেয়েকে নিয়ে একটি অনুষ্ঠান করে থাকেন। ‘দি কার্দাশিয়ানস’ নামের ওই অনুষ্ঠানের ষষ্ঠ পর্ব আসতে চলেছে। তারই ঝলকে দেখা গিয়েছে এই হীরাকাণ্ড। ধারণা করা হচ্ছে সেখানেই পরের ঘটনা বলবেন কিম।

GettyImages-2200104119-e1739913224107

আম্বানীপুত্রের বিয়ের আসর বসেছিল গেল বছরের ১২ জুলাই। কয়েক মাস ধরে চলেছিল বিয়ের আয়োজন। অনন্ত-রাধিকার বিয়েতে ভারতীয় পোশাকে সেজেছিলেন কিম। বেশ জমিয়ে আনন্দ করেছেন।