images

বিনোদন

এক ফ্রেমে রণবীর-আমির জানালেন আলিয়া

বিনোদন ডেস্ক

১১ মার্চ ২০২৫, ০৭:৩১ পিএম

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান আর অন্যদিকে বলিউডের চকলেট বয় রণবীর কাপুরকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘পিকে’ চলচ্চিত্রে। তা মাত্র কয়েক সেকন্ডের জন্য। এতো অল্প সময় দেখে মন ভরেনি দর্শকদের। আক্ষেপ থেকে গেছে দুই তারকার ভক্তদের।

অবশেষে একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন দুজন। আলিয়া ভাট এক পোস্টে জানিয়েছেন সেই বার্তা।

aliya

নিজের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট একটি ভিডিও পোস্ট করেছেন আলিয়া। ওই পোস্টে দেখা গেছে  রণবীর ও আমিরের পাশাপাশি দাড়ানো একটি ছবির পোস্টার হাতে আলিয়া। পোস্টারের ওপর লেখা ‘একে ভার্সেস আরকে’।

পোস্টারটি শেয়ার করে দর্শকের উদ্দেশে আলিয়া বলেন, ‘সেরার সেরাদের যুদ্ধ। আমার সবথেকে প্রিয় দুজন অভিনেতা এবার পরস্পরের মুখোমুখি হচ্ছে। দারুণ একটা ব্যাপার হতে চলেছে। একটু অপেক্ষা করুন। আগামীকাল এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন।’

2qwe

তবে এটি কোনো সিনেমার ঘোষণা নয়। একটি বিজ্ঞাপনের কাজ। সেটিও এই ভিডিওর সঙ্গে হ্যাশট্যাগ দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন আলিয়া। 

জানা গেছে, এই বিজ্ঞাপনটি পরিচালনা করবেন পরিচালক নিতেশ তিওয়ারি। এদিকে, রণবীরের 'রামায়ণ' ও আমিরের 'দঙ্গল' সিনেমার পরিচালকও তিনি।