বিনোদন ডেস্ক
১১ মার্চ ২০২৫, ০৪:১৫ পিএম
ঈদে মুক্তিপ্রতীক্ষিত সিনেমাগুলো আড়মোড়া ভাঙছে। টিজার, পোস্টার প্রকাশের মাধ্যমে দর্শকদের আগ্রহী করার চেষ্টা করছে ছবিগুলো। তবে ব্যতিক্রম ছিল আফরান নিশো অভিনীত ‘দাগি’।
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর মধ্যে প্রথম সারিতে ‘দাগি’। তারপরও টিজার পোস্টার না আসায় হতাশ ছিলেন নিশো ভক্তরা। অনেকেই প্রকাশ করছিলেন ক্ষোভ। এবার অপেক্ষার অবসান হলো তাদের। আজ মঙ্গলবার বিকেল ৩টায় প্রকাশ পেল ছবিটির টিজার।
শুরুতেই বাবার পরামর্শ শোনায় নিশানরূপী নিশো। তাকে বলতে শোনা যায়, জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছে সে। ততক্ষণে হাত বেয়ে চুইয়ে পড়ছে টাটকা রক্ত। এরপরই অবয়ব সামনে আসে নিশোর। কাঁধছোঁয়া চুল। কাঁচাপাকা দাড়ি। পোড় খাওয়া চেহারা। ভাবলেশহীন চোখ।
এরপরই কয়েদির সাজে নিশো প্রতিপক্ষের আঘাতে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। ভেসে আসে সেই সংলাপ, ‘জেলের দাগ একবার যার লাগছে সেই দাগি, সারাটা জীবন!‘
পরের দৃশ্যে ভয়ার্ত চেহারায় তমা মির্জার আগমন। বেদনার বিষাদ কাজলে সুনেরাহ বিনতে কামাল। একে একে মারকাটারি দৃশ্য, এক চিলতে রোমান্স আর্তচিৎকার, শহীদুজ্জামান সেলিমের ভয়ংকর উপস্থিতি।
১ মিনিট ৮ সেকেন্ডের টিজার যেন আভাস দিল জেল জীবনের গল্প প্রাধান্য পেয়েছে সিনেমাটিতে। অভিনয়শিল্পীরা যারা সামনে এসেছেন সবাই মন ভরিয়ে দিয়েছেন। শহীদুজ্জামান সেলিমকে দেখে গায়ে কাটা দিয়েছে। আর নিশোকে দেখে তাকিয়ে থাকতে ইচ্ছা করেছে। সব মিলিয়ে মনে হয়েছে নির্মাতা শিহাব শাহীনের যত্নে নির্মিত ‘দাগি’তে ফেরার মতো ফিরছেন ‘সুড়ঙ্গ’ জুটি। যা দাগ কেটে যাবে দর্শকের মনে।
‘দাগি’ সিনেমায় আফরান নিশো ও তমা মির্জা, সেলিম, ছাড়াও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।