images

বিনোদন

অভিনয়ে প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পারসা ইভানা 

বিনোদন ডেস্ক

১১ মার্চ ২০২৫, ১২:৩৫ পিএম

images

সৌন্দর্যের মতোই পারসা ইভানার অভিনয়ের দক্ষতা নিয়েও নেই প্রশ্ন। তারপর এবার হাতে কলমে অভিনয় শেখার উদ্যোগ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফ্রিম্যান স্টুডিওতে প্রশিক্ষণ নেবেন তিনি। 

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে পারসা বলেন, ‘আমি কিছুদিন আগে জুমে অডিশন দিয়েছি। আমাকে আটটি মনোলোগ পাঠিয়েছিল তারা। সেখান থেকে ২/৩ পৃষ্টার একটি সিলেক্ট করতে হয়েছে। স্কট নিজে ইন্টারভিউ নিয়েছেন। তিনি আমাকে বললেন, ‌‌‘তুমি তো তোমার দেশে অভিনয়ে এই প্রজন্মের একজন স্টার। কেন তুমি আরও অভিনয়ে আরো প্রশিক্ষণ নিতে চাও?’ উত্তরে আমি বললাম, ‘আমি কখনও অভিনয় শিখিনি। তাই অভিনয়ের বিষদ জানতে চাই আমি।’ এরপর অভিনয় করে দেখালাম, তিনি আমার অভিনয়ে ভীষণ মুগ্ধ হলেন এবং তৎক্ষণাতই তিনি বলে দিলেন যে, তুমি অভিনয় প্রশিক্ষণ গ্রহণ করার জন্য চুড়ান্ত হয়েছো।’

480701091_1180018830151703_669060965998746252_n

এরপর বলেন,‘যদিও এটা আমার জন্য খুব কঠিন একটি পরীক্ষা ছিল কিন্তু আমি এই চ্যালেঞ্জটা নিয়ে ভীষণ উপভোগ করেছি। সবচেয়ে মজার বিষয় হলো যে আমি একটিতে আবেদন করেই নির্বাচিত হয়েছি। এটা সত্যিই আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল। সবার কাছে দোয়া চাই যেন আমি ঠিকঠাক মতো দ্য ফ্রিম্যান স্টুডিওতে গিয়ে কোর্সটা সম্পন্ন করে আসতে পারি।’

‘দ্য ফ্রিম্যান স্টুডিও’দীর্ঘদিন ধরে অভিনয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে। অনলাইনে অডিশন দিয়ে গত ৮ মার্চ প্রশিক্ষণের জন্য চূড়ান্ত হয়েছেন পারসা। আগামী এপ্রিলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি। 

480664693_1179199896900263_3989959211467573488_n

এদিকে রোজার ঈদে পারসাকে দেখা যাবে ‘হোসেইন’ নামের একটি নাটকে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন পলাশ ও পাভেল। নাটকটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল।