images

বিনোদন

সালমান কেন অবিবাহিত জানা গেল কারণ

বিনোদন ডেস্ক

০৬ মার্চ ২০২৫, ০৫:০৮ পিএম

বলিউডের এভারগ্রিন ব্যাচেলর সালমান খান, ৬০ ছুঁই ছুঁই বয়সেও এখনও বিয়ে পিঁডিতে বসেননি। বহুবার গুঞ্জন উঠেছে ইন্ডাস্ট্রির একাধিক নায়িকার প্রেমে পড়েছেন ভাইজান। তবে বিয়ের পিঁড়ি অবধি পৌঁছায়নি কোনো সম্পর্ক। কিন্তু কেন?

জীবনের এতগুলো বসন্ত পর জানা গেল এক বলিউডে নায়িকার জন্যই নাকি বিয়ে করেননি তিনি। দীর্ঘ দিনের প্রেমিকা ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ নাকি অন্য কেউ? 

salman-ash-20220130111652

চারিদিকে যখন প্রশ্ন তোলপাড় বলিউড ভাইজান কেনো বিয়ে করছেন না। তখনই ফেসবুক মিডিয়ায় ভেসে বেডাচ্ছে সালমানের ভিডিও যেখানে নিজেই জানিয়েছে সেই নায়িকার নাম। 

ওই ভিডিওতে ভাইজানকে বলতে শোনা যায়, নায়িকা রেখার জন্যই নাকি বিয়ে করেন তিনি! নিজের মুখে এমনটা জানিয়েছেন সালমান। তিনি বলেন, ‘তখন সদ্য টিনএজ ভাইজান। রেখা এক জায়গায় যোগ ব্যায়াম শেখাতেন। রেখার প্রতি ভালোবাসার টানে ওই ক্লাসে ভর্তি হন সালমান।’

when-salman-khan-told-his-family-he-wanted-to-marry-rekha-read-on-001

ওই ভিডিওতে আরও বলেন, ‘যোগাভ্যাসের ইচ্ছে ছিল না আমার। কিন্তু রেখাজি ছিলেন বলেই ভর্তি হয়ে যাই। রেখাও কম যান না, সালমানের গোপন অনুরাগের কথা জানতে পেরে তিনি বলেন, সালমানের তখন ৭-৮ বছর। বাইসাইকেল করে আমাকে ফলো করত ও। এমনকি বাড়িতে গিয়ে সবাইকে বলে দেয়, বড় হলে ও নাকি আমাকে বিয়ে করবে।’

এরপরেই সালমান বলেন, ‘এই জন্যই বোধহয় আমার বিয়েটা হলো না!’ রেখাও কম যান না;তিনিও মজার ছলে বলেন, মনে হয় এই কারণেই আমার বিয়েটাও হয়নি।