বিনোদন ডেস্ক
০৬ মার্চ ২০২৫, ০৩:৪৮ পিএম
২০২২ সালের এপ্রিল মাসে সাত পাকে বাধে পড়েন রণবীর-আলিয়া। সেই বছরের ৬ নভেম্বর কাপুর পরিবারের ঘর আলো করে জন্ম নেন ‘রাহা’। দেখতে দেখতে আড়াই বছর বয়স হয়ে গেছে বলিউড তারকার কন্যার।
কাপুর পরিবারের মেয়ে বলে কথা, প্রায়ই সংবাদের শিরোনামে রাহা। পাপারাজিদের ভিডিওতে প্রায় দেখা যায় কাপুর কন্যাকে। আলিয়া জানিয়েছেন ছেলের নামও ঠিক করে রেখছেন তিনি। নায়িকার কথার সুত্র ধরে অনুরাগীরা ধারণা করছেন আসতে চলেছে কাপুর পরিবারে নতুন সদস্য।
![]()
সম্প্রতি জয় শেট্টির পডকাস্টে হাজির হয়ে আলিয়া বলেছেন, কেন ‘রাহা’ নামটিই তারা বেছে নিয়েছিলেন। রাহা শব্দের অর্থ ‘আনন্দ ও শান্তি’। আমাদের সংসারে দু’টি নিয়ে এসেছে সে। তাই এই নামই বেছে নিয়েছিলাম। সন্তানের বাবা-মা হিসেবে আমরা খুবই উচ্ছ্বসিত ছিলাম। তাই আগে থেকেই ছেলে ও মেয়ে—দুইটি নামই ঠিক করে রাখতে বলেছিলাম।

ওই স্বাক্ষাৎকারে নায়িকা জানিয়েছে, পরিবারের সবাই অনেক গুলো নাম শেয়ার করেছিল। তার মধ্য থেকে ‘রাহা’ নামটি বেছে নিয়েছিলেন রণবীরের মা নীতু কাপুর ।
তিনি আরও জানিয়েছেন, ‘দ্বিতীয় সন্তানের নামও আগেই ঠিক করে রেখেছেন। ভবিষ্যতে যদি তাদের পুত্রসন্তান হয়, তাহলে সেই নামই রাখবেন বলে আলিয়া।’
দ্বিতীয় সন্তানের ইঙ্গিত দিলেও; সেই নামটি জানাতে নারাজ অভিনেত্রী।