বিনোদন প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৩ পিএম
গেল কোরবানি ঈদে সিনেমা হলে ‘তুফান’ তুলেছিলেন শাকিব খান। আসছে রোজার ঈদে করবেন ‘বরবাদ’। তারপর কোরবানি ঈদে চলাবেন ‘তাণ্ডব’। কবে শুটিং শুরু হবে ‘তাণ্ডবে’র? এবার জানা গেল সে খবর।
আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে জ্বলে উঠবে ‘তাণ্ডবে’র ক্যামেরা, লাইট। একটি বিশ্বস্ত সুত্র ঢাকা মেইলকে নিশ্চিত করেছে বিষয়টি। সূত্র জানিয়েছে, রায়হান রাফীর পরিচালনায় মার্চের দ্বিতীয় সপ্তাহে মুম্বাইয়ে শুটিং শুরু হবে ‘তাণ্ডবে’র। দৃশ্যধারণ করা হবে থাইল্যান্ডেও। মাঝে ঈদের ছুটি বাদ দিয়ে টানা এক মাস শুটিং চলবে।
সম্পূর্ণ মারকাটারি ছবি হতে যাচ্ছে শাকিব-রাফীর জুটির ‘তাণ্ডব’। পর্দায় কিং খানকে পলকে পলকে রঙ পাল্টাতে দেখা যাবে। এমনই রহস্যময় হবে চরিত্রটি।
জানা গেছে, ছবিটিতে সুপারস্টারের সঙ্গে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবিটি প্রযোজনা করবে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।
শাকিব খানের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দরদ’। এতে শাকিবের বিপরীতে দেখা গেছে বলিউডের সোনাল চৌহানকে। আরও ছিলেন বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী, রাহুল দেব প্রমুখ। ছবিটির পরিচালক অনন্য মামুন।