images

বিনোদন

বাবা-মায়ের নামে সন্তানের নাম রাখার কারণ জানালেন করণ জোহর 

বিনোদন ডেস্ক

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৪ পিএম

images

বলিউডের ডাকসাইটে পরিচালক প্রযোজক করণ জোহরের সমকামিতা সম্পর্কে সবাই অবগত। তবে বাবা হওয়ার ইচ্ছা পূরণ ঠিকই ছিল। পূরণ করেছেন সারোগেসির আমধ্যমে। দুই সন্তান, যশ ও রুহির বাবা-মায়ের দায়িত্ব নিজেই পালন করেন করণ। তাদের নাম রেখেছেন নিজের বাবা-মায়ের নামে। জানালেন তার কারণ।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ যশ-রুহির জন্মদিন। এদিনই বেছে নিয়েছেন কারণ জানাতে। সঙ্গে লিখেছেন, ‘বাবা হওয়া আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন।’

নিজের ইস্টাগ্রামে ছেলে-মেয়ের জন্মদিনে তাদের সঙ্গে বেশ ছবি দিয়ে লিখলেন, ‘আমার সবচেয়ে বড় অর্জন হলো বাবা হওয়া। আমি আমার বাবা-মায়ের নামে ওদের নাম রেখেছি। কারণ আমি মনে করি যে, একটি বংশ বা নামের বাইরে একটা আবেগ অব্যাহত থাকতে হবে … ওরাই আমার পৃথিবী! শুভ জন্মদিন রুহি এবং যশ... তোমাদের দুজনের জন্যই আমার সবচেয়ে বড় প্রার্থনা হল, তোমরা সব সময় দয়ালু থাকো।’

মুহূর্তেই ছড়িয়ে পড়েছে করণ জোহরের ওই পোস্ট। সহকর্মীরা যশ-রুহিকে জানাচ্ছেন জন্মদিনের শুভেচ্ছা। মাইকা আরোরা থেকে জাহ্নবী কাপুর, কাজলও করেছেন মন্তব্য।