images

বিনোদন

আইসিইউতে না, এইচডিইউতে সাবিনা ইয়াসমিন 

বিনোদন প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৮ পিএম

গতকাল শুক্রবার রাতে মঞ্চে গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েন দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তড়িঘড়ি করে নেওয়া হয় হাসপাতালে। তারপর থেকেই ভক্তরা চিন্তিত ছিলেন তাকে নিয়ে। 

তবে আজ শনিবার সকালের দিকে খবর আসে শঙ্কা কেটেছে সাবিনা ইয়াসমিনের। এতে স্বস্তির নিশ্বাস ফেলেন সবাই। সেই স্বস্তি উৎকণ্ঠায় পরিণত হয় আজ সন্ধ্যায়। খবর ছড়ায় আইসিইউতে সাবিনা ইয়াসমিন। 

খবরটি সামাজিক মাধ্যমে জানান প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা সংগীতশিল্পী দীঠি আনোয়ার। তবে তিনি ওই পোস্ট সম্পাদনা করায় সৃষ্টি হয় ধোঁয়াশা। সঠিক খবর জানতে দীঠির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকা মেইলকে নিশ্চিত করেন আইসিইউতে না, এইচডিইউতে আছেন সাবিনা ইয়াসমিন।

তিনি বলেন, ‘আইসিইউতে না, উনি (সাবিনা ইয়াসমিন) এইচডিইউতে আছেন। গতকাল প্রোগ্রামে গান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে থেকে ওনাকে রাত ১০টার পর বাসায় আনা হয়। ভোর রাত ওনি ফের অসুস্থবোধ করেন। বাথরুমে মাথা ঘুরে পড়ে যান। ৪টা- সাড়ে ৪টার দিকে ফের তাকে হাসপাতালে নেওয়া হয়। ওনার ভার্টিগো সমস্যা আছে। ডায়াবেটিসের রোগীও। ব্লাড সুগার লেভেল মাঝে মাঝে ফল করে। সেকারণে চিকিৎসকরা সেসময় পর্যবেক্ষণের জন্য আইসিইউতে কিছুক্ষণ রেখেছিলেন। পরে এচডিইউতে স্থানন্তর করা হয়। উনি এখন সেখানেই আছেন।’

গতকাল শুক্রবার এইচএসবিসি আয়োজিত ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ অনুষ্ঠান দিয়ে মঞ্চে ফেরেন সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রায় দেড়ঘন্টা গান গাওয়া পর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর হাসপাতালে নেওয়া হয় তাকে। 

সবশেষ ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর দেশে ফিরলেও অসুস্থতার কারণে নতুন কোনো অনুষ্ঠানে অংশ নেননি।