বিনোদন প্রতিবেদক
৩১ জানুয়ারি ২০২৫, ১০:৪৫ পিএম
অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনকে। তিনি রাজধানীর একটি হাসপাতালে আছেন আছেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার মেয়ে বাঁধন।
বাঁধন বলেন, অনেক দিন পর আম্মু আজ মঞ্চে গান শুরু করেন। এরমধ্যে আবার অসুস্থ হয়ে পড়েছেন। তবে এখন অনেকটা ভালো আছেন তিনি। বাকিটা কাল বলতে পারবো।
সবশেষ ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর দেশে ফিরলেও অসুস্থতার কারণে নতুন কোনো অনুষ্ঠানে অংশ নেননি।
দীর্ঘদিন পর আজ ৩১ তিনি মঞ্চে ফেরেন তিনি। গানও শুরু করেন। কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ায় হাসপাতালে নেওয়া হয় গায়িকাকে।