images

বিনোদন

অ্যাম্বুলেন্স চালাচ্ছেন কেন মেহজাবীন

বিনোদন ডেস্ক

০৬ জুন ২০২২, ১২:৫৫ পিএম

সম্প্রতি এক মাসের বেশি ছুটিতে ছিলেন মেহজাবীন। পুরো সময়টা কাটিয়েছেন তুরস্কে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে গিয়েছিলেন দেশটিতে। বিরতির পর শনিবার (৪ জুন) ফের ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।

প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একই ধরনের চরিত্রের গণ্ডিতে আটকে থাকেন না তিনি। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙেন-গড়েন। কখনও কখনও এমন সব চরিত্রে পর্দায় হাজির হন, যা দেখে চমকে যান দর্শক।

সেই ধারাবাহিকতায় এবার অ্যাম্বুলেন্স চালকের চরিত্রে অভিনয় করলেন মেহজাবীন। সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাম্বুলেন্স চালানোর ভিডিও প্রকাশ করে তেমনটাই জানালেন তিনি।

ক্যাপশনে লিখেছেন, ‘মাঝে মাঝে ভাবি অন্য পেশাতে থাকলে কি জীবনে এত ধরণের অভিজ্ঞতা নেওয়ার সৌভাগ্য হতো? খুব নার্ভাস ছিলাম এত বড় অ্যাম্বুলেন্স চালাতে পারব কি না! কারণ, কার (গাড়ি) ড্রাইভ করলেও আগে কখনও মাইক্রো ড্রাইভ করিনি। কিন্তু অ্যাম্বুলেন্সের এক্সেলেটরে পা রাখার পর নতুন এক নিজেকে আবিষ্কার করলাম। নতুন গল্প, নতুন চরিত্র; আশা করি ভালো লাগবে।’

জানা গেছে, কোরবানির ঈদের জন্য নাটকটি নির্মাণ করছেন অনন্য ইমন। এতে তার সহশিল্পী সুদীপ বিশ্বাস। রাজধানীর কাওলায় চলছে এর দৃশ্যধারণের কাজ।

সম্প্রতি এক মাসের বেশি ছুটিতে ছিলেন মেহজাবীন। পুরো সময়টা কাটিয়েছেন তুরস্কে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে গিয়েছিলেন দেশটিতে। বিরতির পর শনিবার (৪ জুন) ফের ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।

আরএসও