images

বিনোদন

জনসম্মুখে সাইফ, ঘাড়ে ব্যান্ডেজ নিয়ে কোথায় গেলেন অভিনেতা? 

বিনোদন ডেস্ক

২৭ জানুয়ারি ২০২৫, ১০:২১ এএম

দিন কয়েক হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছেন বলিউড তারকা সাইফ আলী খান। এরপর আর দেখা যায়নি ছোট নবাবকে। অবশেষে জনসম্মুখে এলেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

এরইমধ্যে অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, বান্দ্রার ‘ফরচুন হাইটস’ থেকে বেরিয়েছিলেন সাইফ। পরনে ছিল নীল টি-শার্ট, ডেনিম জিন্স। চোখে রোদ চশমা। দ্রুত গাড়িতে উঠে পড়েন তিনি।

saifi

এ সময় তাকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা বলয়। পুলিশ আধিকারিকরা ছাড়াও ছিলেন নিরাপত্তা রক্ষীরা। তার সঙ্গে দেখা গেছে কারিনাকেও। সোয়েটশার্ট ও জগার্স। ছিলেন ইব্রাহিমও।যদিও সাইফ কোথায় গিয়েছিলেন তা জানা যায়নি।

গেল ১৫ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে বলিউড তারকা সাইফ আলী খানের ঘরে ঢুকে তার ওপর হামলে পড়ে দুষ্কৃতিকারী। ধারালো ছুরির ছয় কোপে গুরুতর আহত হন ছোট নবাব। তৎক্ষণাৎ তাকে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসা শেষে গত ২১ জানুয়ারি ছুটি মেলে অভিনেতার।