বিনোদন ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫, ০৪:৩৫ পিএম
প্রতিবাদের মুখে শোরুম উদ্বোধন স্থগিত হওয়ায় গতকাল শনিবার সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। এরপর দিন (আজ রোববার) ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে।
বিষয়টি ভালোভাবে নেননি ‘দেয়ালের দেশ’ সিনেমার নির্মাতা মিশুক মনি। তিনি মনে করছেন মব জাস্টিসের বিরুদ্ধে কথায় বলার কারণেই নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তার বিরুদ্ধে।
আজ রোববার নিজের ফেসবুকে মিশুক মনি লেখেন, ‘‘কথা বলতে পারা ‘পরী মণি’দের এভাবেই গলা টিপে ধরা যায়!’ ’
এর আগে নির্মাতা আশফাক নিপুনও গলা চড়িয়েছেন পরীমণি ইস্যুতে। তিনি লেখেন, নিজের ফেসবুকে আজ রোববার নিপুন লিখেছেন, ‘মবের প্রতিবাদের মুখে পরীমণির দোকান উদ্বোধন করতে না পারার ক্ষোভ উদগীরণের পরপরই তাঁর বিরুদ্ধে দায়ের করা পুরোনো মামলায় হাজিরা দিতে না যাওয়ায় গ্রেফতারের আদেশ জারি বড়ই কাকতালীয়, সরকার।’
এরপর লেখেন, ‘আবার সাজাপ্রাপ্ত দাগী আসামী সকলের জামিনে বের হয়ে ত্রাস সৃষ্টি করা মোটেও কাকতালীয় না। ঠিক যেমন আদিবাসীদের উপর সভেরন্টি গ্রুপের হামলাও কাকতালীয় না, আবার নারী অভিনেতাদের তথাকথিত 'মব' এর প্রতিবাদের মুখে শোরুম উদ্বোধন করতে না পারাও এখন আর কাকতালীয় না।’
‘মহানগরে’র নির্মাতা লিখেছেন, ‘কাকতালীয় বা অকাকতালীয় কোনো সরকারই হইয়েন না, জনাব সরকার; কাজের সরকার হোন। 'মব' ঠ্যাকান। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন, জুলাই হত্যাকাণ্ডের কুশীলবদের ধরার ব্যবস্থা করেন। নাহলে আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়াও কাকতালীয় হবে না।’