images

বিনোদন

সড়ক দুর্ঘটনার বলি, ২২-এ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা 

বিনোদন ডেস্ক

১৮ জানুয়ারি ২০২৫, ১১:৩৪ এএম

নতুন কাজের অডিশন দিতে যাচ্ছিলেন। কে জানত কোনোদিন-ই যাওয়া হবে না সেখানে! উল্টো ছাড়তে হবে ইহলোকের মায়া। এরকম-ই হয়েছে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আমন জয়সওয়ালের সঙ্গে। সড়ক দুর্ঘটনার বলি হয়ে ২২ বছরে প্রাণ হারিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন একটি কাজের অডিশন দিতে যাচ্ছিলেন আমন। সেখানে যোগেশ্বরী সড়কে তার বাইকে সজোরে এসে ধাক্কা দেয় এক ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেতার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিকের গল্পকার ধীরজ মিশ্র।

‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিক জনপ্রিয়তা এনে দিয়েছিল আমনকে। মাত্র ২২-এ পেয়েছিলেন তুমুল পরিচিতি। দেখতে ছিলেন সুদর্শন, মেজাজে হাসিখুশি। ফলে অল্প সময়ে অনেকের সঙ্গে হয়েছিল বন্ধুত্ব।

আমন ক্যারিয়ারের খাতা খুলতে মুম্বাই এসেছিলেন উত্তর প্রদেশের বালিয়া থেকে। পথচলা শুরু করেন মডেল হিসেবে। পরে ধারাবিহকের মাধ্যমে দর্শকের ঘরের ছেলে হন। তরুণ এ অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমেছে তার সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে।