images

বিনোদন

বিয়ে করেছেন পড়শী, পাত্র কে?

বিনোদন ডেস্ক

১২ জানুয়ারি ২০২৫, ০৩:১৮ পিএম

বিয়ে করেছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। পাত্র নিলয় যুক্তরাষ্ট্রপ্রবাসী। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন তারা। এরইমধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা পড়শী ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন।

তবে এ বিষয়ে এখনই কিছু বলতে চাইছেন না পড়শীর পরিবার। সংবাদমাধ্যমকে তার মা বলেন, ‘এ বিষয়ে আমরা আপাতত কিছুই বলতে চাই না।’

prothomalo-bangla_2025-01-12_qb5xmx5a_47116691111458252842138298752173005205512889n

তবে জানা গেছে, পড়শী ও নিলয় একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে তারা দুই প্রতিযোগী। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। 

গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে। ছিল কয়েক মাস। এরপর পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়। তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না।

338425131_776219334077185_1954038965453834572_n

নিলয় যুক্তরাষ্ট্রে থাকলেও পড়শী সংগীতে নিয়মিত। কিছুদিন আগে প্রকাশ পেয়েছে তার ‘কথা একটাই’ শিরোনামের একটি গান। এতে পড়শীর সঙ্গে গেয়েছেন ইমরান মাহমুদুল।