বিনোদন ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৫, ০১:১৭ পিএম
সন্তানকে নিয়ে সব বাবা মায়েরই স্বপ্ন থাকে। অপু বিশ্বাসও তার ব্যতিক্রম নন। দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে সন্তান জয়। তাই নায়িকার ভাবনাও বাড়ছে। সিদ্ধান্ত নিয়েছিলেন দেশে রাখবেন না। পড়াশুনার জন্য বিদেশ পাঠাবেন জয়কে। মাস নয়েক আগে সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান অপু।
নতুন খবর হলো সিদ্ধান্ত বদলেছেন অপু। সন্তানকে বিদেশ পাঠাবেন না। কারণ হিসেবে জানিয়েছেন পিতা শাকিব খানকে ছেরে থাকতে পারবে না জয়।, তাই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন নায়িকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বলেন, ‘জয়কে বিদেশ পাঠানোর সিদ্ধান্তটা আমার ও তার বাবার দুজনের পক্ষ থেকেই ছিল। কিন্তু জয় ওর বাবাকে ছাড়া থাকতে পারবে না। ফলে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।’
বাবাকে ছাড়া থাকতে না পারার কারণ ব্যাখ্যা করে এই নায়িকা বলেন, ‘আসলে জয় ওর বাবাকে প্রচণ্ড ভালোবাসে, ওর বাবাও ওকে প্রচণ্ড ভালোবাসে। জয় জানিয়েছে বাবাকে ছেড়ে বিদেশে গিয়ে তার পক্ষে থাকা সম্ভব না। তাই ওর বাবাও সেটা মেনে নিয়েছে, বলা যায় খুশিই হয়েছে। কেননা দুজন দুজনকে ছাড়াই থাকতে পারে না।’