বিনোদন ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ এএম
‘পুষ্পা ২’ শুধু সফলতাই দেয়নি আল্লু অর্জুনকে। দিয়েছে বিড়ম্বনাও। এরইমধ্যে জেলে যেতে হয়েছে। শোনা যাচ্ছে ফের নাকি হাতকড়া ঘাড়ের ওপর গরম নিশ্বাস ফেলছে। এবার আরও গুঞ্জন। ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে এসে পদপিষ্ট নারীর মৃত্যু সংবাদ শুনে নাকি হেসেছিলেন আল্লু।
আল্লু অর্জুনের বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তার দাবি, পদপিষ্ট মহিলার মৃত্যুর খবরে নাকি হেসে উঠে আল্লু বলেছিলেন, “এবার সিনেমা হিট।”

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এক্স হ্যান্ডেলে প্রকাশিত আকবরউদ্দিনের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমি ওই বিখ্যাত ফিল্মস্টারের নাম নিতে চাই না। কিন্তু আমার খবর অনুযায়ী, যখন সেই ফিল্মস্টারকে জানানো হয় প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটেছে। দুটি শিশু পড়ে গেছে, একজন নারীর মৃত্যু হয়েছে, তখন ওই ফিল্মস্টার হেসে বলেছিলেন, এবার তাহলে সিনেমা হিট হয়ে যাবে।’
এরপর বলেন, ‘এত কিছুর পরও তিনি গোটা সিনেমা দেখেন ও যেতে যেতে ভিড়ের দিকে হাত নেড়ে অভিবাদন জানান। এরপর আবার তিনি বার্তা দিচ্ছেন যে সরকার জুলুম করছে… তিনি তো গিয়ে আহতদের খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করেননি।’
_20241222_115610166.jpg)
এদিকে ‘পুষ্পা ২’ উন্মাদনা চরমে। না দেখলে যেন জীবনই বৃথা! ছবিটি দেখাতে অস্বীকার করায় আত্মহত্যার চেষ্টা করেছেন এক প্রেমিকা। এরইমধ্যে ওই প্রেমিককে পাকড়াও করেছে দেশটির পুলিশ।
‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী ১৫০০ কোটির ঘর পেরিয়েছে কবেই। একে একে ভেঙেছে রেকর্ড। এখনও সিনেমা হলে ছুটছে লাগাম ছাড়া পাগলা ঘোড়ার মতো। গতকাল শুক্রবারেও ভারতব্যাপীও হাজার কোটির ঘর ছুঁয়েছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার সিনেমাটি।