images

বিনোদন

রণবীরের সঙ্গে অন্তরঙ্গ ছবি ফাঁস, কীভাবে সামলান মাহিরা? 

বিনোদন ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ এএম

বলিউডে প্লেবয় হিসেবে বেশ নামডাক ছিল রণবীর কাপুরের। দীপিকা থেকে ক্যাটরিনা অনেকের সঙ্গেই জড়িয়েছিলেন হৃদয়ের বাঁধনে। বাদ যাননি পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ছোট কাপুরের সঙ্গে অন্তরঙ্গ ছবিও ছড়িয়েছিল তার। সেসব সামলানোর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সম্প্রতি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রণবীরের সঙ্গে নিউইয়র্কে তোলা ছবি ভাইরাল হয় মাহিরার। সেখানে দেখা যায়, হোটেলের বাইরে একান্ত যাপন করছিলেন রণবীর-মাহিরা। অভিনেত্রীর পরনে সাদা পিঠ খোলা জামা, এলোমেলো চুল। রণবীরের পরনে ট্র্যাক প্যান্ট ও টি-শার্ট। হোটেলের বারান্দায় ধূমপান করছেন দু’জনে। এই ছবিতে অনেকেরই নজর কাড়ে মাহিরার পিঠে কামড়ের দাগ। 

pakistani-girl-pictures-gqyac0hsbwswo3m2

তারপরই জল্পনা শুরু। যা কাল হয়ে দাঁড়ায় মাহিরার জন্য। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। মাহিরার কথায়, ‘‘ছবি নিয়ে মানুষের সমালোচনায় আমিও ভেঙে পড়েছিলাম। বুঝতে পারছিলাম না কী ভাবে সামাল দেব। একটা সময় রাতভর কেঁদে কাটিয়েছি।’’

তবে একাই অতিক্রম করেছেন সেই বিপদের সাঁকো। এরকম উল্লেখ করে বলেন, ‘‘সেই বছরটা অদ্ভুত একটা সফরের মধ্যে দিয়ে গেছে। একে আমার বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে, তারপর ছেলেকে একা হাতে মানুষ করছি। ওদিকে প্রতিবেশী দেশের পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা। সব মিলিয়ে বড্ড কঠিন ছিল সময়টা। তবে সেভাবে কাউকে বুঝতে দিইনি।’’

hura

বলিউডে মাহিরার এন্ট্রি রাজকীয় ছিল। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ সিনেমার মাধ্যমে খাতা খুলেছিলেন। পেয়েছিলেন ব্যাপক সমাদর। তবে পাকিস্তানের শিল্পীদের ওপর ভারত নিসেধাজ্ঞা আনায় মাহিরাকে আর দেখা যায়নি বি-টাউনে।