images

বিনোদন

শাবনূরের জন্মদিনে যা বললেন পূর্ণিমা, জায়েদ খান 

বিনোদন ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ পিএম

images

জনপ্রিয় নায়িকা শাবনূরকে সিনেমায় এখন আর দেখা যায় না। তাই বলে জনপ্রিয়তা তার একটুও ফিকে হয়নি। এখনও অনুরাগীদের হৃদয়ের রানি হয়ে আছেন তিনি। আজ ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন। দিনটিতে সহকর্মীরা শুভেচ্ছায় সিক্ত করছেন শাবনূরকে। 

জনপ্রিয় নায়িকা পূর্ণিমা লিখেছেন, শুভ জন্মদিন, বাংলাদেশের সেরা অভিনেত্রী। তোমার অবিশ্বাস্য প্রতিভা, নিষ্ঠা ও অনুপ্রেরণামূলক পারফরম্যান্স লক্ষ লক্ষ মানুষকে বিনোদন দিয়েছে। 

Posted by Facebook on Date:

নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের নির্দেশনায় দুই নয়নের আলো নামের এক সিনেমায় অভিনয় করেছিলেন শাবনূর। চলচ্চিত্রটি এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মানিক লিখেছেন, ডিসেম্বর,প্রিয় মাস আমার। আমাদের বিজয়ের মাস।  এই মাসে অনেক প্রিয় মানুষের জন্মদিন। সেই প্রিয় মানুষের তালিকায় অবশ্যই আছেন সুপারস্টার শাবনূর। বাংলাদেশের অন্যতম সেরা অভিনেত্রী, অভিনয়ের রাণী, যে বিশেষণই ব্যাবহার করি না কেন তার নামের পাশে, আমার মনে হয় সেটাই কম হয়ে যায়।  আমার সৌভাগ্য তাকে নিয়ে কয়েকটি ছবি করতে পেরেছি আমি।

Posted by Facebook on Date:

জায়েদ খান নিয়ের ফেসবুকে শাবনূরের সঙ্গে ছবি প্রকাশ করে লিখেছেন, শুভ জন্মদিন শিশির স্নাত নায়িকা শাবনুর। অনেক অনেক দোয়া আর ভালোবাসা সবসময়।

Posted by Facebook on Date:

এদিকে ‘রঙ্গনা’  নামের একটি ছবিতে যুক্ত হয়েছেন শাবনূর। এর পরিচালক আরাফাত হোসাইন।