images

বিনোদন

কষ্ট হচ্ছে অক্ষয়ের, মন ভেঙেছে কারিনার, অমিতাভ বলছেন দুঃখের দিন

বিনোদন ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ এএম

images

কুয়াশার চাদর জড়ানো শীতের সকাল এখন শোকের চাদরে মোড়ানো। গ্রাস করেছে গোটা উপমহাদেশ। এই শোক কিংবদন্তি তবলাবাদক, সংগীতজ্ঞ, অভিনেতা ওস্তাদ জাকির হোসেনকে হারানোর। তাতে আক্রান্ত বলিউড রথী-মহারথীরাও। মন ভেঙেছে কারিনা কাপুরের, অমিতাভ বচ্চনের দুঃখের দিন, কষ্ট হচ্ছে অক্ষয় কুমারের। 

জাকিরের প্রয়াণের খবরে নিজের এক্স হ্যান্ডেলে কান্নার ইমোজি দিয়ে বিগ-বি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের দিন’। সুপারস্টার কমল হাসান লিখেছেন, “জাকির ভাই! বড্ড তাড়াতাড়ি চলে গেলে। তবুও তুমি আমাদের জন্য যে লিগ্যাসি রেখে গেলে, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। ধন্যবাদ।”

images_(10)

শোক প্রকাশ করেছেন মালাইকা অরোরা। কারিনা কাপুরও শোকাহত। বাবা রনধীর কাপুর এবং জাকির হোসেনের সঙ্গে নিজের ফ্রেমবন্দি ছবি পোস্ট করে জানিয়েছেন মন ভাঙার খবর।

খিলাড়ী অক্ষয় লিখেছেন, জাকির হোসেনের সাহেবের প্রয়াণের খবরে খুব কষ্ট হচ্ছে। উনি প্রকৃত অর্থেই আমাদের দেশের সংগীতজগতের মহীরুহ।

16-2412151346

ফারহান আখতারের শোকবার্তা, “আমাদের সময়ের অন্যতম সেরা শিল্পী আর নেই। আপনি আপনার সঙ্গীতসৃষ্টি এবং মানবতার মাধ্যমে এই ধরাধামে যে আনন্দ এনেছেন তার জন্য ধন্যবাদ জাকির ভাই।”এছাড়া রীতেশ দেশমুখ, ভূমি পেড়নেকর, ফারহান আখতারসহ অনেকেই প্রকাশ করেছেন শোক।