বিনোদন ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পিএম
চলচ্চিত্রের নোবেল খ্যাত অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার পুরস্কার। এবার সে পুরস্কার এসে কড়া নাড়ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তীর দুয়ারে। ‘পুতুল’ সিনেমায় ইমনের ‘ইতি মা’ গানটির জন্য অস্কারের মনোনয়নে নাম উঠেছে তার।
সারা বিশ্ব থেকে প্রায় ৮৯টি গান পেয়েছে অস্কারের মননয়ন। ইমনের গান অস্কারের বিচারকদের নজরে পড়ল সেটি বুঝিয়েছেন ‘পুতুল’ সিনেমার পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়। ভারতীয় সংবাদয়ামধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।
ইন্দিরা জানিয়েছেন, ছবিটি অস্কারের সদস্যদের চোখে ঠিক কীভাবে পড়ল সে সম্বন্ধে তারও স্বচ্ছ ধারণা নেই এখনও। তিনি বলেন, “আমার মনে হয় অস্কার কমিটির কাছে বিশ্বে কোথায় কোথায় ভালো কাজ হচ্ছে তার একটি তালিকা হয়তো থাকে। সেখান থেকেই যাচাই-বাছাইয়ের মাধ্যমে তারা কিছু ছবিকে মনোনয়ন দেয়,”
জানা গেছে, বিচারক দলের সদস্যেরা ১৫টি গান ও ২০টি আবহের জন্য ভোট দিতে পারেন। প্রাথমিক পর্বের ঝাড়াই-বাছাই শুরু হবে আগামী সপ্তাহে। ৯ ডিসেম্বর থেকে শুরু হবে প্রাথমিক ভোট পর্ব। সেখানে সফল হতে পারলে প্রাথমিক তালিকা প্রকাশিত হবে। সেই তালিকা প্রকাশ পাবে আগামী ১৭ ডিসেম্বর। তারপর মূল পর্বের নির্বাচন। সে পর্যন্ত টিকতে পারলেই মূল পর্বে লড়তে পারবেন ইমন।