images

বিনোদন

‘টিপ টিপ বরষা পানি’ গানে অক্ষয়ের সঙ্গে পিরিয়ড নিয়ে নেচেছিলেন রাবিনা 

বিনোদন ডেস্ক

০২ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ পিএম

images

‘টিপ টিপ বরষা পানি’ গানটি মনে ধরেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এ গানের কথা মনে হলেই অক্ষয়ের সঙ্গে রাবিনা ট্যান্ডনের আবেদনময়ী নাচ চোখের সামনে ভেসে ওঠে। তা দেখে দর্শক আরামবোধ করলেও রাবিনার অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। কেননা অভিনেত্রীর পিরিয়ড চলছিল সেসময়।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাবিনা জানান, কৃত্রিম বৃষ্টিতে শুটিং, পানি বেশ ঠান্ডা ছিল। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, অভিনেত্রীর সেই সময় ঋতুচক্র চলছিল। কিন্তু শুটিংয়ের কারণে সেই অবস্থাতেই সব ভিজিয়ে ফেলতে হয়েছিল তাকে।

1733126216_raveena

অভিনেত্রী বলেন, “গানটি অসাধারণ, নাচের দৃশ্য কামোত্তেজক হলেও অশ্লীল বলা চলে না। আমার ফিল্মি কেরিয়ারে আমি কখনওই কোনো অশ্লীল কাজকে জায়গা দেব না।”

এদিকে একই গানে ক্যাটরিনার সঙ্গে পারফর্ম করেছেন অক্ষয়। ‘সূর্যবংশী’ ছবিতে দেখা যায় গানটির রিমেক। সেটিরও প্রশংসা করেন রাবিনা। বলেন, “গানে তারা নতুন ভাবে প্রাণ ঢেলেছেন। আমার গানের রিমেক হলে ভালোই লাগে।” 

raveena-tandon

এরপর বলেন, “নিজের ছবির গানে অনেক নাচ করেছি। এখন বাকিরা করলে মনে হয় আমার করে যাওয়া কাজ তারা পুনরায় করছেন। আমার কাছে এটা জিতে যাওয়ার মতো।”

মাস কয়েক আগে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে আলোচনায় আসেন রাবিনা। থানায় অভিযোগও দায়ের করা হয় অভিনেত্রীর নামে। পরে অবশ্য ক্ষমা চান অভিনেত্রী।