images

বিনোদন

পরকীয়ার অভিযোগের পর নায়ক নিরবকে নিয়ে নতুন তথ্য স্ত্রীর 

বিনোদন ডেস্ক

২৭ নভেম্বর ২০২৪, ০২:৫৮ পিএম

ঢালিউড অভিনেতা নিরব হোসেনের এক দশকের সংসার জীবনে ফাটল ধরেছে। সামাজিক মাধ্যমে তার স্ত্রী কাসফিয়া তাহের ঋদ্ধির দুটি স্ট্যাটাসে স্পষ্ট হয় তা। স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে আজ বুধবার ভোররাতে পরপর দুটি স্ট্যাটাস দেন। এবার ফের মুখ খুললেন ঋদ্ধি। নিরবকে নিয়ে দিলেন নতুন তথ্য।

ফেসবুকে নিজের তৃতীয় স্ট্যাটাসে ঋদ্ধি লেখেন, গতকাল রাতে আমার প্রথম স্ট্যাটাসের জন্য আমি ক্ষমাপ্রার্থী। স্পষ্ট ভাবে বলতে চাই তিনি (নিরব হোসেন) আমার সাথে প্রতারণা করেননি। তার প্রাক্তন একজন তাকে মেসেজ করেছিল। এটি একতরফা সাধারণ যোগাযোগ ছিল। আমি সেই মূহূর্তের একটি স্ট্যাটাস পোস্ট করেছি।

463742203_2519511628242052_8718931711021817712_n

এরপর লেখেন, এই যোগাযোগের জন্য তিনি কোথাও দায়ী ছিলেন না। তাই বিবাহবহির্ভূত সম্পর্কের কোন সমস্যা নেই।

এর আগের নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে নিজের সোশ্যাল হ্যান্ডেলে দুটি পোস্ট দিয়ে গায়েব হয়ে যান ঋদ্ধি। আজ বুধবার ফের নিজের ফেসবক অ্যাকাউন্ট সচল করে দিলেন তৃতীয় পোস্ট।