images

বিনোদন

ওমরাহ হজ করতে চান সানাই মাহবুব

জেলা প্রতিনিধি

০১ জুন ২০২২, ০৮:৫৮ এএম

আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব বিয়ে সেরেছেন চুপি সারে। গোপনে নীলফামারীর বাবু পাড়ায় পৈতৃক বাড়িতে বিয়ে করলেও সাংবাদিকদের চোখ ফাঁকি দিতে পারেননি তিনি। তার বিয়ে ঘিরে হয়েছে নানা আলোচনা সমালোচনা।

তবে মঙ্গলবার (৩১ মে) এবার নিজেই স্বামীর হাত ধরে তার ভ্যারিফাইড ফেসবুক পেজে ছবি পোস্ট করেছেন সানাই। পোস্টে ওমরাহ হজের ইচ্ছাও পোষণ করেছেন এই অভিনেত্রী।

পোস্টে সানাই লিখছেন, ‘আর যে হাতটা সমাজ, সংসার সব কিছুর কথা ছেড়ে আমার হাত টা ধরলো... আমি সেই হাত টা সারাজীবনের জন্য ধরে রাখতে চাই... আমাদের জন্য দোয়া রাখবেন, যেনো তাড়াতাড়ি ওমরাহ করতে পারি... আল্লাহ যেনো ওমরাহ নসিব করেন তাড়াতাড়ি...’

sanai

এর আগে গত সোমবার সানাইয়ের স্বামী আবু সালেহ মুসা তার ফেসবুক প্রোফাইলে সানাইসহ ছবি পোস্ট করেছিলেন। কিন্তু কয়েকঘণ্টা পর তা ডিলেট করেন তিনি।

গত বছর অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সানাই মাহবুব। তারপর থেকেই আর আলোচনায় নেই তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায় না তাকে। দীর্ঘ সময় পর বিয়ের মাধ্যমে নতুন করে আবার আলোচনায় আসেন তিনি।

টিবি