images

বিনোদন

মিম-পূজাদের পর শাকিবের সঙ্গে তাহসান খান 

বিনোদন ডেস্ক

২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম

কসমেটিকস, স্ক্রিন কেয়ার, পার্সোনাল কেয়ার ও হোমকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের মাধ্যমে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের এক সুতায় বেঁধেছেন সুপারস্টার শাকিব খান। এবার তালিকায় নাম উঠল জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের। 

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলের গ্র্যান্ড বলরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শাকিব খানের উপস্থিতিতে রিমার্ক-হারল্যানের সঙ্গে তাহসান চুক্তি স্বাক্ষর করেন।

sk-tahsan

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তাহসান বলেন, “অথেনটিক কসমেটিকসের জন্য রিমার্ক-হারল্যানের সুনাম শুনেছিলাম বহু আগেই, আজ অফিসিয়ালি যুক্ত হলাম দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মুক্তি দিতে রিমার্ক-হারল্যানের এই প্রচেষ্টার সাথে। আমি খুবই উচ্ছ্বসিত রিমার্ক-হারল্যানের সাথে যোগ দিয়ে। খুব শীঘ্রই রিমার্ক-হারল্যানের বিভিন্ন ব্র্যান্ডের প্রচার প্রচারণায় আমাকে দেখতে পাবেন ভক্তরা।”

শাকিব খান বলেন, “তাহসানের মত মাল্টি ট্যালেন্টেড একজন শিল্পীকে আমাদের সাথে পেয়ে আমরা আনন্দিত। রিমার্ক হারল্যান বিশ্বাস করে তার মতো গুণী মানুষের যুক্ত হওয়ায় একসঙ্গে পথচলা কোম্পানি সাফল্যকে বৃদ্ধি করবে।” 

440937110_992706762221925_3608044957775468221_n

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারল্যান জোনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ রিমার্ক-হারল্যানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।