images

বিনোদন

ফের মা হচ্ছেন ইসলামের টানে অভিনয় ছাড়া সেই অভিনেত্রী

বিনোদন ডেস্ক

২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৫ এএম

একসময় খোলামেলা পোশাক পরে পর্দা কাঁপাতেন বলিউড অভিনেত্রী সানা খান। তবে কয়েক বছর হলো সম্পূর্ণ বদলে গেছেন তিনি। ধর্মীয় রীতিনীতি মেনে চলতে ত্যাগ করেছেন বলিউড। গাঁটছড়া বেঁধেছেন এক মুফতির সঙ্গে। গত বছর সন্তানের জন্ম দিয়েছেন। এবার ফের মা হতে চলেছেন।

খবরটি সামাজিক মাধ্যমে সানা নিজেই দিয়েছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বড় ছেলের নাম উল্লেখ করে তিনি লিখেছেন, “সৈয়দ তারিক জামিল বড় ভাই হওয়ার জন্য উত্তেজিত।” 

sana-khan-20220704182330

আরও একটি পোস্টে সানা লেখেন, “স্রষ্টা আমাদের আশীর্বাদ করবেন। আমরা যেন শুধু সংখ্যার দিক থেকেই সমৃদ্ধ না হই, আমাদের মূল্যবোধও যেন বাড়তে থাকে। আমাদের প্রার্থনা গ্রহণ করুন।”

গত বছরের জুলাইয়ে প্রথম সন্তানের জন্ম দেন সানা। সেসময় লিখেছিলেন, পবিত্র কোরানের কয়েকটি লাইন উল্লেখ করে সানা লেখেন, ‘‘প্রার্থনা করি আল্লাহ যেন সন্তানের স্বার্থে আমাদের আরও খেয়াল রাখেন। তার উপহার সবচেয়ে সুন্দর। তিনি যখন উপহার দেন, তখন হৃদয় থেকে আশীর্বাদ করেন। তার আশীর্বাদেই আমরা পুত্রসন্তানের মা-বাবা হয়েছি। আপনাদের সবার শুভকামনায় আমাদের এই পথ চলা আরও সুগম হয়েছে।’

sana2khan_2023-3-16-10-6-32_thumbnail_20231022_111520685

২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সানার। এরপর নিয়মিত অভিনয় করছিলেন তিনি। একে একে ১৪টি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা গেছে তাকে। ২০২০ সালে এই অভিনেত্রী মুফতি আনাসকে বিয়ে করেন। এরপর নিজেকে বলিউড থেকে গুটিয়ে নেন তিনি। কারণ হিসেবে সেসময় জানান, বাকি জীবন ইসলামের পথে চলতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।