images

বিনোদন

শরীরচর্চায় ব্যস্ত ঢালিউড নায়িকারা, বুবলীর পর যা বললেন মিম 

বিনোদন ডেস্ক

১৪ নভেম্বর ২০২৪, ০১:২২ পিএম

images

সামাজিক মাধ্যমে চোখ রাখলে দেখা যাচ্ছে শরীর চর্চায় ব্যস্ত ঢালিউড অভিনেত্রীরা। শবনম বুবলীর শরীর কয়েকটি ছবি ও ভিডিও শেয়ারের পর ব্যায়ামাগারে ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। 

466845571_1145830166902574_1868043720737512219_n

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন মিম। সেখানে ব্যায়ামাগারে দেখা গেছে তাকে। ক্যাপশনে লিখেছেন, জীবন তোমাকে যন্ত্রণা দিলে জিমে যাও। মিমের এই পোস্টের মন্তব্যের ঘরে তার অনুসারীরা জানিয়েছেন, অসাধারণ লাগছে অভিনেত্রীকে।

এর আগে বুবলী ইয়োগা করার মুহূর্তের ছবি ভিডিও প্রকাশ করে বিখ্যাত লেখক রোল্ফ গেটসের ইয়োগা নিয়ে একটি লেখা শেয়ার করেন যার অর্থ - ‘যোগব্যায়াম কোনও কাজ করা নয়, এটি একটি কাজ।’ শেয়ার করা ভিডিওতে দেখা যায়, প্রথমে খোলা চুলে অভিনেত্রী খোশ মেজাজে জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছেন।

466626287_1153870476096214_3170016362045464719_n

এরপর এক ঝলক মিষ্টি হাসি দিতে দেখা গেছে যেন অনুরাগীদের মন মাতিয়ে তুলেছে। এদিকে লেগিংস পরে এক পায়ে দাঁড়িয়ে মানসিক প্রশান্তির জন্য চোখ বন্ধ করে আকাশের দিকে দুই হাত উঁচু করে জানালার ধারে দাঁড়িয়ে শরীর চর্চায় ব্যস্ত রয়েছেন বুবলী।