images

বিনোদন

স্ক্রিনশট ভাইরাল, শবনম ফারিয়া বললেন ভুয়া  

বিনোদন ডেস্ক

১৩ নভেম্বর ২০২৪, ১২:০১ পিএম

images

অভিনয়ে অনিয়মিত অভিনেত্রী শবনম ফারিয়া। তবে সামাজিক মাধ্যমে নিয়মিত। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মতামত প্রকাশ করেন। এবার যেন পড়েছেন উটকো ঝামেলায়। সম্প্রতি তার নামে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। তবে ফারিয়ার দাবি, ভাইরাল ওই পোস্ট ভুয়া।

ভাইরাল হওয়া ওই পোস্টে অন্তবর্তী সরকারের সমালোচনা করা হয়েছে। হাসিনা সরকার দেশ পরিচালনার সময় কোনো পোস্ট ডিলিট করতে হয়নি এরকমও উল্লেখ করা হয়েছে। এরপর থেকেই সরগরম সামাজিক মাধ্যম। 

466496066_1129880138497120_7552361439340412439_n

তবে ফারিয়াও সরব হতে সময় নেননি। একটি পোস্টের মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন তার নামে ভাইরাল হওয়া ওই পোস্টের স্ক্রিনশট ভুয়া।

এ প্রসঙ্গে নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে। বিশেষভাবে রাজনীতি বিষয়ক, এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

140059419_257072619111214_5002111139243509797_n

এরপর লেখেন, ‘আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালিয়ে নিজেদের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হইয়েন না। আবার লিখেছে ১৫ বছরে নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয় নাই । গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে।’

অভিনেত্রী লিখেছেন, “স্ট্যাটাস দেওয়ার ৫ মিনিটে কল চলে আসত, ‘আপা ডিলিট করেন, সমস্যা হবে’, অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই! আমার আলোও আসে নাই। আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি।”

457000270_1075721620579639_6116651185837696030_n

সম্প্রতি ফারিয়া বিচারক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। একটি কমেডি অনুষ্ঠান মার্সেল ‘হা শো’-এর সপ্তম সিজনে বিচারকের আসনে দেখা যাবে তাকে।