বিনোদন ডেস্ক
১১ নভেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রশংসায় ভাসছেন। জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদও ফারুকীকে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে সঠিক মনে করছেন।
নিজের ফেসবুকে প্রিন্স লিখেছেন, ফারুকী একদম ঠিক আছে। এই মুহূর্তে ওকেই দরকার। 'সূর্য ঠিকই এসে গড়াগড়ি খায় তোমার কোলে বারান্দায়'। একটা নতুন শুরু ...
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।
ফারুকী বলেন, প্রফেসর ইউনূসের কলিগ হওয়া খুবই লোভনীয় বিষয়, না বলাটাই মুশকিল। আমি আশা করি, যে কদিন কাজ করবো, কিছু পরিবর্তন ঘটাতে পারবো। পরিবর্তন ঘটাতে পারলেই আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি, তা সফল হবে।
বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছিল দেশের শিল্পী সমাজ। কেউ রাজপথে কেউ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও ছিলেন এই দলে। এ আন্দোলনে ফারুকীর মতোই সরব ছিলেন প্রিন্স মাহমুদ।