images

বিনোদন

অভিনেত্রী আফরোজা হোসেন মারা গেছেন 

বিনোদন প্রতিবেদক

১০ নভেম্বর ২০২৪, ১২:০৯ পিএম

অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। আজ রোববার ভোর ছয়টায় মৃত্যু হয়েছে তার। সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী মনিরা মিঠু।

নিজের ফেসবুকে মনিরা মিঠু লিখেছেন, ‘অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। আজ ভোর ৬ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’ 

এরপর শোকার্ত অভিনেত্রী লিখেছেন, ‘আপা (আফরোজা হোসেন), আমি এখন তিনবেলা ফোনে কার সাথে কথা বলব? আমাকে কে সাহস দেবে গো? তোমার সন্তান নাঈমকে আমি কি বলে সান্তনা দেব গো।’

mith

সবশেষে মনিরা মিঠু লিখেছেন, ‘আমি টাঙ্গাইলে, এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না।’ 

অভিনেতা আহসান হাবীব নাসিম ঢাকা মেইলকে বলেন, ‘হ্যাঁ, আফরোজা অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ মারা গেছেন। আমি সামাজিক মাধ্যম থেকেই তার মৃত্যুর খবর জানতে পারলাম।’ 

প্রায় তিন বছর ধরে ক্যানসারে ভুগছেন অভিনেত্রী আফরোজা হোসেন। চিকিৎসার জন্য ভারতেও গিয়েছিলেন তিনি। ২০২২ সালের সেপ্টেম্বরে জরায়ুর ক্যানসার ধরা পড়ে আফরোজা হোসেনের। সেই ক্যানসার ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মেরুদণ্ডের হাড়ে।