বিনোদন ডেস্ক
০৫ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহ খানেক ধরে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি রয়েছেন সায়নীর বাবা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাবার ছবি শেয়ার করেছেন সায়নী।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘কারণে অকারণে, নিষেধে বা বারণে / তোমার নামেই যতো জোছনা নিলাম।/ ভেতরে বাহিরে, দহণে বা ধারণে, / আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম।’
জানা গেছে, সপ্তাহ খানেক আগে বাড়িতে জ্ঞান হারান সায়নীর বাবা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশিষ্ট পালমোনোলজিস্ট ডা. দেবরাজ যশের তত্ত্বাবধানে আছেন তিনি। ফুসফুসে সংক্রমণ রয়েছে। শোনা গেছে, শিগগিরিই সায়নীর বাবাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
চলতি বছরের শুরুতে মারা যান সায়নীর মা সুদীপা ঘোষ। অসুস্থ ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করানোও হয়েছিল। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। ১৫ জানুয়ারি বিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মা চলে যাওয়ায় বাবা-ই যেন অভিনেত্রীর সব।