images

বিনোদন

‘প্রিয় মালতী’ নিয়ে কায়রো যাচ্ছেন মেহজাবীন 

বিনোদন ডেস্ক

০৫ নভেম্বর ২০২৪, ০১:৫০ পিএম

ছোটপর্দা দিয়ে দেশ জয় করেছেন মেহজাবীন চৌধুরী। বড়পর্দায় নাম লিখিয়েছেন যেন আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জনের জন্য। প্রথম সিনেমা সাবার পর দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পাওয়া যেন সে কথাই বলছে। 

মিশরের কায়রো চলচ্চিত্র উৎসবে দেখানো হবে মেহজাবীনের সিনেমা ‘প্রিয় মালতী’। দেশটির  কায়রো অপেরা হাউজে ১৩ নভেম্বর থেকে শুরু হবে ৪৫তম কায়রো ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের আন্তর্জাতিক সিনেমা বিভাগে স্থান করে নিয়েছে ছবিটি। গতকাল ৪ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ। প্রিয় মালতীসহ এ বিভাগে জায়গা পেয়েছে বিভিন্ন দেশের ১৬টি সিনেমা।

465641077_1113171490178078_331193142781106496_n

‘প্রিয় মালতী’র নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। কায়রো উৎসবে ছবিটির জায়গা পাওয়া নিয়ে তিনি বলেন, ‘আমার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রিয় মালতী কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। আমরা কখনও ভাবিনি বাংলাদেশের ওপর ভিত্তি করে তৈরি গল্প প্রিয় মালতী আন্তর্জাতিক মঞ্চেও এতটা প্রাসঙ্গিক হবে। এটি আমাদের টিমের জন্য একটি বিশাল সাফল্য ও গর্বের সংবাদ।’

ছবিটি নির্মাণ করেছেন শঙ্খ দাসগুপ্তর। গল্পও তার। চিত্রনাট্যে তার সঙ্গে হাত লাগিয়েছেন আবু সাঈদ রানা। শঙ্খ দাস বলেন, ‘কায়রো চলচ্চিত্র উৎসব আফ্রিকা মহাদেশের অন্যতম বড় একটি উৎসব। আমার প্রথম সিনেমা এই উৎসবে প্রিমিয়ার হচ্ছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া ও গর্বের। এর আগে এ উৎসবে বাংলাদেশের মাটির ময়না ও নো ম্যানস ল্যান্ড সিনেমা দুটি প্রদর্শিত হয়েছিল। এবার প্রিয় মালতী অংশ নিচ্ছে।’

460488043_18460810570010426_6100761126913712666_n

উৎসবে চারটি প্রদর্শনী হবে ‘প্রিয় মালতী’র। ১৬ থেকে ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে তা। ছবিতে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।