images

বিনোদন

কলকাতায় নতুন ছবির শুটিংয়ে ফারিয়া

বিনোদন ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১১ পিএম

করোনার মধ্যে স্বস্থ্যবিধি মেনে সিনেমার শুটিংয়ে ফিরলেন নুসরাত ফারিয়া। তবে দেশের কোনো সিনেমা নয়, কলকাতার ‘রকস্টার’ নামের একটি ছবিতে অভিনয় করছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার মহরতের ছবি প্রকাশ করে এ তথ্য জানিয়েছেন তিনি।

ছবিতে টলিউড অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে দেখা যাবে ফারিয়ার রসায়ন। ছবির পরিচালক অংশুমান প্রত্যুষ। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল ছবিটি প্রযোজনা করছে। এটি বাংলাদেশের শাপলা মিডিয়ার কলকাতা শাখা।

Yash
যশ দাশগুপ্ত । ছবি: ফেসবুক

জানা গেছে, ‘রকস্টার’ নির্মিত হচ্ছে টলিউডের সিনেমা হিসেবেই। পরে সাফটা চুক্তির আওতায় মুক্তি পেতে পারে বাংলাদেশে। যদিও সে বিষয়ে এখনও গ্রহণযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে ফারিয়া সবশেষ ‘শাহেনশাহ’ সিনেমায় অভিনয় করেছিলেন। ছবির নির্মাণকাল ছিল ২০২০ সাল। এতে তিনি জুটি বেঁধেছিলেন শাকিব খানের সঙ্গে। সেটিও শাপলা মিডিয়ার সিনেমা ছিল। তবে ছবিটি ব্যবসায়িকভাবে ব্যর্থ ছিল।

আরএসও