বিনোদন ডেস্ক
০৪ নভেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম
টলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রথম স্ত্রী অভিনেত্রী হেলেনা লিউকের সংসার ছিল মাত্র চার মাসের। সময়টা স্বল্প হলেও তা ছিল শুধুই বিষাদে ভরা। এরকমই বলেছিলেন হেলেনা। মৃত্যুর পর ফের ভাইরাল হয়েছে সে সাক্ষাৎকার। যেখানে তিনি জানান মিঠুনের সঙ্গে বিয়েটা ছিল দুঃস্বপ্ন।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যমকে হেলেনা জানিয়েছিলেন, মিঠুনের সঙ্গে বিয়েটা দুঃস্বপ্ন ছিল! তিনি বিয়ের আগে অভিনেতাকে এক ভাবে চিনেছিলেন। পরে তার ভিন্ন রূপ দেখেন, যা তার কাছে অত্যন্ত ভয়ঙ্কর।
কী কারণে মিঠুন-হেলেনার সম্পর্ক ভেঙে যায়? উত্তরে হেলেনা বলেছিলেন, “প্রথমত, মিঠুন অত্যন্ত অপরিণতমনস্ক ছিল। তার তুলনায় বয়সে ছোট আমি অনেক পরিণত ছিলাম। দুই, মিঠুন বুঝিয়েছিল, আমার জীবনে সে-ই একমাত্র পুরুষ। যাকে আদর্শ পুরুষ বলে। আমি সে কথা বিশ্বাস করেছিলাম। সেটাই ছিল আমার মস্ত ভুল।”
এছাড়া হেলেনাকে তার প্রাক্তন প্রেমিক জাভেদকে নিয়ে ভীষণ সন্দেহ করতেন মিঠুন। করতেন অকথ্য ভাষায় অপমান। অভিযোগ এনে হেলেনা বলেছিলেন, “মিঠুন বলত, ও নাকি শুধুই আমাকে চায়, ভালোবাসে। আমার অভিজ্ঞতা বলছে, মিঠুন নিজেকে ছাড়া কোনোদিন কাউকে ভালোবাসতেই পারে না।”
১৯৭৯ সালে বিয়ে করেন মিঠুন ও হেলেনা। কিন্তু তাদের বিয়ে সুখের হয়নি। মাত্র চার মাসেই আলাদা হয়ে যান তারা। মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর বলিউডকেও বিদায় জানান হেলেনা। থিতু হন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে এক এয়ারলাইনস প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন তিনি।
গতকাল রোববার মার্কিন যুক্তরাষ্ট্রে মারা গেছেন হেলেনা। সামাজিক মাধ্যমে তা জানিয়েছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী কল্পনা আইয়ার। সে প্রকাশ করেছেন গভীর শোক। তবে মৃত্যুর কারণ জানাননি তিনি।
মৃত্যুর আগে শেষবার সোশ্যাল হ্যান্ডেলে হেলেন একটি স্ট্যাটাস লেখেন গতকাল রোববার রাত ৯টার দিকে। সেখানে লিখেছিলেন, কীরকম একটা অস্বস্তি অনূভূতি হচ্ছে, জানি না হঠাৎ এমন কেন লাগছে। খুবই ভারাক্রান্ত ও কনফিউজড লাগছে। এরপরই মৃত্যুসংবাদ আসে হেলেনার।