images

বিনোদন

ছোটপর্দার শিল্পীদের অপমানের অভিযোগ, যা বললেন বনি 

বিনোদন ডেস্ক

০৪ নভেম্বর ২০২৪, ১১:৪৮ এএম

টলিউডের স্পষ্টবাদীদের মধ্যে অন্যতম বনি সেনগুপ্ত। এবার সেটিই যেন কাল হলো। সেখানকার ছোটপর্দার অভিনয় শিল্পীরা গর্জে উঠেছেন ইন্ডাস্ট্রিতে এক দশক কাটিয়ে ফেলা এ নায়কের ওপর। অভিযোগ, ছোটপর্দাকে অপমান করেছেন বনি। 

হঠাৎ কী এমন ঘটল যে সবাই চটল? ভারতীয় সংবাদমাধ্যম বলেছে, সম্প্রতি গুঞ্জন ওঠে বনিকে নিয়ে। তিনি নাকি সিরিয়ালে কাজ করছেন। এরইমধ্যে শেষ করেছেন শুটিং। তাতেই রেগে আগুন হন বনি। ফুঁসতে ফুঁসতে বলেন, ‘আমার এত খারাপ অবস্থা হয়নি যে সিরিয়াল করব।’

1606565660_5fc23f1c771af_bonny-sengupta

এদিকে রেগে আগুন বনির এ মন্তব্য আবার আগুন ধরিয়ে দেয় ছোটপর্দার শিল্পীদের মাথায়। হা রে রে করে তেড়ে আসেন ভাস্বর, শ্রুতি, মানসী সেনগুপ্তরা। তাদের বক্তব্য, ছোটপর্দার শিল্পীদের অপমান করেছেন বনি! নেটিজেনরাও ভিড়ে যান তাদের দলে। অহংকারী বলে খোঁচাতে থাকেন। ফলে বেচারা বনি পড়ে যান বেকায়দায়। তার বক্তব্য ভুলভাবে প্রচার করা হয়েছে বলে মুখ খোলেন। 
অভিমানের সুরেই বললেন, ‘আমার মন্তব্যকে ভুলভাবে ব্যাখা করা হয়েছে, আমি কোনোভাবেই ওই কথা বলিনি’।

FXoI9ljaAAEJLdb

অভিনেতা জানান, সংবাদিক তার কাছে অফিসিয়্যাল কোনো বিবৃতি চাননি, এমনি আলোচনা চলছিল। পাশাপাশি বলেন, ‘আমি বলেছি আমার এত খারাপ অবস্থা হয়নি যে সোমরাজের সঙ্গে সিরিয়াল করব, যদি করতেই হয় তাহলে সোলো লিড করব। নিজে করব। আমি ছোটপর্দায় অন্য কোনো নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করব না। সেখানে সোমরাজের নামটা মুছে হেডিং করা হলো’।

বনি জানান এই মুহূর্তে হাতে এক গুচ্ছ কাজ রয়েছে তার। ছোটপর্দা নিয়ে ভাবার সময়ই নেই। প্রেমিকা  কৌশানি মুখোপাধ্যায়ের সঙ্গে ফের জুটি বাঁধছেন। সেখানে দুজনেই দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে।