images

বিনোদন

ব্লাউজে বিশেষ বার্তা দিচ্ছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী

বিনোদন ডেস্ক

০৩ নভেম্বর ২০২৪, ০৭:২৩ পিএম

ভারতের আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গ। রাস্তায় নেমেছিল গোটা টলিউড। পর্দার শিল্পীরা রাস্তায় নামায় আন্দোলন যেন গতি পায়। আন্দোলন যখন বেগবান তখন শারদীয় দুর্গোৎসবের শুরু। 

শেষ হতেই লক্ষী পূজা ও দীপাবলী। উৎসবে মাতোয়ারা টলিপাড়া। তবে কি ভাটা পড়ল আন্দোলনে? এরকম প্রশ্ন যখন মাথাচাড়া দিচ্ছে তখন দেখা গেল অভিনব পদ্ধতিতে আন্দোলন চালিয়ের যাচ্ছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। ব্লাউজে দিচ্ছেন বার্তা।

465253495_18021207230564183_1286617416416230036_n

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইফোঁটার দিন সাদা শাড়ি ও সাদা ব্লাউজে সেজেছিলেন ঊষসী। এই শাড়ির মাধ্যমে মনে করিয়ে দিলেন, আরজি কর-কাণ্ডের বিচারের দাবি এখনও চলছে। 

নিজের বেশ কিছু ছবি ঊষসী ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। নজর কেড়েছে তার ব্লাউজ় ও শাড়ির পাড়। ব্লাউজ়ের পিঠে লেখা ‘বিচার চাই’। আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে আন্দোলনে বারবার উঠে এসেছে শিরদাঁড়ার প্রসঙ্গ। সে কথাই ফের মনে করিয়ে দিল অভিনেত্রীর শাড়ির আঁচল। সেখানে লেখা ‘শিরদাঁড়া বিক্রি নেই’।

465309552_18021207218564183_87299663374794483_n

অভিনেত্রী বলেন, “আন্দোলনের সময়েই এই শাড়িটি উপহার হিসাবে পেয়েছিলাম। সন্দীপা নামে এক আন্দোলনকারী পোশাকশিল্পী আমাদের কয়েকজনকে শাড়িটি বানিয়ে দেন। তিথি মেনে না হলেও, প্রতিবারই ভাইফোঁটা দিই। ভাইফোঁটা পালনের সঙ্গে সঙ্গে বোনের বিচারের দাবিও মনে রাখতে হবে। পুজো বা উৎসব যেমন রয়েছে, বিচারের কথাও ভুলে গেলে তো হবে না।”

এদিকে এমন শাড়ি ব্লাউজ গায়ে চাপানোয় নেটাগরিকদের কটাক্ষ ধেয়ে আসছে। তবে সেসবে পাত্তা দিচ্ছেন না অভিনেত্রী। নিজের মতো করে প্রতিবাদ করে যাবেন বলে জানিয়েছেন।