বিনোদন ডেস্ক
০৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম
নাটক-সিনেমায় জুটি বেঁধে কাজ করতে গিয়ে অনেকেই বাস্তব জীবনে জুটি বেঁধেছেন। সংখ্যাটা কম নয়। আরশ খান ও তানিয়া বৃষ্টিকে নিয়েও এমন গুঞ্জন ছড়ায়। তবে মাস দুয়েক আগে বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন তানিয়া বৃষ্টি। আরশের সঙ্গে ভাই ব্রাদার সম্পর্ক বলে জানান সংবাদমাধ্যমকে।
বিষয়টি ভালোভাবে নেননি আরশ। সেসময় তিনি লেখেন, ‘ভাইব্রাদার টাইপ বলে কিছু নাই। পুসি ক্যাটস আর ভেরি ডেন্জারাস। যে ভালোবাসে তাকেই খামছি দেয়।’তানিয়া বৃষ্টিও পাল্টা দেন। কয়েকদফা ভার্চুয়াল বাদানুবাদ চলে তাদের। দুই মাস না যেতেই ফের আরশকে নিজের সবকিছু বলে দাবি করলেন তানিয়া।
সম্প্রতি এক অনুষ্ঠানে এসে সংবাদকর্মীদের প্রশ্নের সম্মুখীন হন তানিয়া। সেসময় একটি বেসরকারি টেলিভিশনকে আরশকে নিয়ে এরকম মন্তব্য করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমরা ভালো বন্ডিং শেয়ার করতাম। একসঙ্গে কাজ করতাম। অনেক ভালো সম্পর্কের মধ্যে খুটিনাটি ঝামেলা হয়। সেটাই চলছে।’
এরপর বলেন, ‘‘ও (আরশ খান) আমার ওপর একটু রেগে আছে। এক সাক্ষাৎকারে আমাকে বলা হয়েছিল আরশের সঙ্গে কী অবস্থা। তখন বলি আমরা খুব ভালো বন্ডিং শেয়ার করি, ঘুরি ফিরি ভাই ব্রাদারের মতো। ‘ভাই-ব্রাদারটা’ সে কোট করেছে। কেন ভাই ব্রাদার বললাম এ কারণে হয়তো ওর মেজাজ খারাপ। অভিমান বলতে পারেন।’’
এরপর আরশের উদ্দেশে তানিয়া বলেন, ‘আমি আরশকে বলতে চাই তোকে একদম ভাই ব্রাদার জোনে ফেলে দেইনি। তোর জন্মদিনেও আমাই উইশ করেছিলাম। তখন ভাই ব্রাদার বলেছিলাম। তুমি আমার কাছে ওই রকম ভাই ব্রাদার যে তুমি আমার এভ্রিথিং। এটা নিয়ে মেজাজ খারাপের কিছু নেই।’
তানিয়া বৃষ্টি জানান, আরশের সঙ্গে এখন ঝগড়া ঝাটি চললেও সামনে একসঙ্গে কাজ করবেন তারা। এতে ধারনা করা যায় দুজনের মধ্যে অভিমানের বরফ গলতে শুরু করেছে। তবে কি ফের মাথা চাড়া দিয়ে উঠবে তাদের প্রেমের গুঞ্জন? সময়ই বলে দেবে।