বিনোদন ডেস্ক
০৩ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম
পর্দায় নায়ক হিসেবে যেমন সফল সন্তানদের বাবা হিসেবেও তেমনই সফল শাহরুখ খান। আরিয়ান, সুহানা, আব্রামদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার। ছেলেমেয়েদের নিজেদের মধ্যাকার সম্পর্কও গভীর। কিন্তু ভাই-বোনেদের এই দৃঢ় সম্পর্ক মুহূর্তেই দুর্বল করে দেয় সম্পত্তির ভাগবাটোয়ারা।
ওদিকে শাহরুখের তো বিশাল সম্রাজ্য। তা নিয়ে যদি বিবাদে জড়ান সুহানা, আরিয়ান, আব্রাম তবে কার পক্ষ নেবেন বলিউড বাদশাহ? গতকাল ২ নভেম্বর এরকম কঠিন প্রশ্নটির উত্তর দিয়েছেন কিং খান।
জন্মদিনে এবার আর মান্নাতের ছাদে দেখা যায়নি শাহরুখকে। তাই বলে ভক্তদের থেকে দূরে ছিলেন না। তাদের নিয়ে দিনটি উদযাপন করেছেন একটি রুদ্ধদ্বার অডিটোরিয়ামে। সেখানে দিয়েছেন ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর। সেখানেই প্রশ্নটির সম্মুখীন হন তিনি।
শাহরুখ বলেন, “এমনিতে ওদের মধ্যে ঝামেলা হয় না। বিষয়টা খুব অদ্ভূত, আমি তাই ভাবছি যে আজ পর্যন্ত কোনো ঝামেলা হয়নি! না হলেই ভালো। সম্পত্তির ভাগাভাগি নিয়ে বড় সমস্যা হবে।”
এরপর বলেন, “তবে আমার মনে হয় আমি সুহানার পক্ষ নেব। ছেলেরা তো ঠিকঠাক। আমি তাদের পছন্দ করি। কিন্তু বড্ড লোমশ হয়। আমার মনে হয় মেয়েরা খুবই সুন্দর হয়, খুব মিষ্টি হয়। আমার মনে হয় ওরা বেশ বলিষ্ঠ। তাই আমার সুহানার পক্ষ নেওয়ার কারণ আমি শক্তিশালী দিকে থাকতে চাই।”
শাহরুখের উত্তর শুনে গোটা অডিটোরিয়াম করতালিতে ভরে যায়। এদিকে কন্যা সুহানার সঙ্গে শিগগিরই স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন শাহরুখ। ‘কিং’ নামের সে ছবির জন্য নিজের বড় চুল ছোট করেছেন তিনি। ছবিটির গানের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর।