বিনোদন ডেস্ক
০৩ নভেম্বর ২০২৪, ১২:৪১ পিএম
প্রথমবার হচ্ছেন ‘বার্বি’ তারকা মার্গো রবি— চাউর হয় জুলাইয়ে। এর চার মাস পর জানা গেল মা হয়েছেন এ হলিউড অভিনেত্রী। তবে কবে সন্তান প্রসব করেছেন সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে তথ্যটি
স্বামী টম একারলির ঔরসে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৩৪ বছর বয়সী এ অভিনেত্রী। টমের সঙ্গে অভিনেত্রীর প্রথম দেখা ২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে। হৃদয়ের লেনদেন সেখান থেকেই। পরে ২০১৬ সালে চার হাত এক হয় তাদের।
বিয়ের আগে সহ পরিচালক ইসেবে কাজ করলেও বিয়ের পর প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন টম। স্ত্রী মার্গোর সঙ্গে খোলেন যৌথ প্রযোজনা সংস্থা। লাকি চ্যাপ নামের সে সংস্থা থেকে আই’, ‘তনয়া’, ‘বার্ডস অব প্রে’, ‘বার্বি’সহ বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ এসেছে।
সবশেষ ‘বার্বি’ সিনেমায় দেখা যায় মার্গোকে। যা তাকে এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’সিনেমাটি। তবে আপাতত মাতৃত্ব উপভোগ করছেন তাড়িয়ে তাড়িয়ে।