images

বিনোদন

জন্মদিনে বাড়ির সামনে ভক্তরা, দেখা মিলল না শাহরুখের

বিনোদন ডেস্ক

০২ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৫৯তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্ম তার। নব্বইয়ের দশকে বলিউডে পা রাখার পর তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা আর সাফল্য। 

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে উঠে এসেছিল, বরাবরের মতো এবারও জন্মদিনের প্রথম প্রহরে ভক্ত ও সহকর্মীদের দেখা দেন শাহরুখ। তবে পরে জানা যায় তথ্যটি ভুল। দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজারে বলা হয়েছে এবারই প্রথম জন্মদিনে ভক্তদের দেখা দিলেন না কিং খান।

এবারও অনুরাগীরা আশা করেছিলেন, নিজের বিখ্যাত পোজে দুই হাত বাড়িয়ে দাঁড়াবেন কিং খান। উড়িয়ে দেবেন চুম্বন ভক্তদের উদ্দেশে। মোটামুটি রাতের দিকেই ছাদে উঠে অনুরাগীদের সঙ্গে দেখা করবেন। তবে এবার তা হলো না। বেলা গড়িয়ে গেলেও দেখা মিলল না শাহরুখের।

সূত্রের খবর, এ বছর বেশ কয়েক বার বাড়ির বাইরে বেড়াতে দেখা গেছে শাহরুখকে। এক বার তার গন্তব্য ছিল রানি মুখোপাধ্যায়ের দীপাবলি পার্টি। শোনা গেছে, মেয়ে সুহানা এবার নাকি বাবার জন্য বিশেষ আয়োজন করেছেন। সে কারণে মায়ানগরীর রাস্তায় বার কয়েক দেখা গেছে তার গাড়িটি। 

তবে মুখ দেখা যায়নি কিং খানের। গত কয়েক বছর ধরেই শাহরুখের গাড়ির বসার আসন থাকে কালো কাপড়ে ঢাকা। কিন্তু অনুরাগীদের অপেক্ষা শেষ হয়নি এখনও। সময়ও আছে হাতে। তবে অনেকেই মনে করছেন হয়তো নিরাপত্তার কারণেই বাড়ির ছাদে দেখা দেননি শাহরুখ। কেননা কদিন আগে বাবা সিদ্দিকির খুন, সালমান খানের প্রাণনাশের হুমকি ভাবিয়ে তুলেছে। 

সূত্রের খবর, শাহরুখের ৫৯ তম জন্মদিন উপলক্ষে জমকালো পার্টির আয়োজন করছেন কিং খানের স্ত্রী গৌরী খান। আলিয়া ভাট, রণবীর কাপুর থেকে শুরু করে সাইফ, কারিনার মতো বলিপাড়ার তাবড় তারকারা রয়েছেন এই পার্টির আমন্ত্রিতদের তালিকায়।