বিনোদন ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪, ০৭:০৪ পিএম
দুটি কৃষ্ণসার হরিণ নরক করে তুলেছে সালমান খানের জীবনে। হরিণ দুটি হত্যার দায়ে আদালতের কাঠগাড়ায় দাঁড়াতে হয়েছে তাকে। বিষ্ণোই সম্প্রদায়ের লরেন্স তো তাকে হত্যা করতে লোক লাগিয়ে রেখেছেন। প্রাণ বাঁচাতে নিরাপত্তা ছাড়া জানলা দিয়েও মুখ বের করতে পারেন না।
এদিকে যে হরিণ হত্যার দায়ে এতকিছু এবার শোনা গেল সেই হরিণ দুটিকে সালমান গুলি-ই ছোড়েননি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
২০০৮ সালে এক সাক্ষাৎকার দিয়েছিলেন সালমান। সেখানে কৃষ্ণসার হরিণ প্রসঙ্গ উঠতেই তিনি বলেছিলেন, “এর নেপথ্যে একটা লম্বা গল্প রয়েছে। ওই কৃষ্ণসার হরিণের দিকে কিন্তু গুলিটা আমি ছুঁড়িনি।”
এমন উত্তরে তাজ্জব বনে যান প্রশ্নকর্তা। যে হরিণ নিয়ে এতকিছু সে হরিণকে আঘাত করেনি ভাইজানের গুলি! তবে কে মেরেছে হরিণ জোড়া। সালমানই বা সামনে আনছেন না কেন অপরাধীকে? পর্দার টাইগার অবলীলায় বলেন, “কোনো লাভ নেই।”
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। যা দেখে নেটিজেনদের মনেও প্রশ্ন ঘুরছে। “কাকে আড়াল করতে চাইছেন ভাইজান? এবং কেনই বা করছেন?” কেউ কেউ মনে করছেন “সালমান মনের দিক থেকে খুবই ভালো। নির্দোষ। কিন্তু কোনো কারণে হয়তো সব দোষ নিজের ঘাড়ে নিয়ে মাশুল গুনছেন।”
বলে রাখা ভালো, সালমান ও বিষ্ণোই সম্প্রদায়ের শত্রুতা এই হরিণ নিয়ে। তার ওপর এ সম্প্রদায়ের অভিযোগ, ১৯৯৮ সালে রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন ভাইজান।