images

বিনোদন

সাদিয়া আয়মান অনুশোচনায় ভুগছেন 

বিনোদন ডেস্ক

২৩ অক্টোবর ২০২৪, ১২:০২ পিএম

মধ্যরাতে নিজের ওয়েব ফিল্মের সস্তা প্রচারণা করতে গিয়ে নেটিজেনদের আতঙ্কে ডোবান উঠতি অভিনেত্রী সাদিয়া আয়মান। তার ফেসবুক লাইভে আসার কারণ বুঝতে পেরে চটেছেন নেটাগরিকরা। এমন হটকারি কর্মকাণ্ডের জন্য সাদিয়ার বিচার দাবি করছেন কেউ কেউ। সাদিয়ারও বোধোদয় হয়েছে। অনুশোচনায় ভুগছেন তিনি।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, “প্রোডাকশন হাউজের অনুরোধেই কাজটা করতে হয়েছে। যখন বুঝতে পারলাম, পুরো বিষয়টি আমার ভক্তদের আঘাত করেছে, এরপর থেকেই নিজের কাছে খারাপ লাগছে। মনে হচ্ছে, কাজটা করার আগে আমার অন্তত ১০ বার ভাবা উচিত ছিল।”

a7521332db81e69b5700e155b6333211-6718862336bfd

সোমবার (২১ অক্টবর) দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক থেকে লাইভে আসেন সাদিয়া আয়মান। তিনি বলেন, ‘গত কয়েকদিন আগে আমি একটা শুট শেষ করে বাসায় ফিরছিলাম, তখন রাস্তায় যাওয়ার পথে দেখি পা থেকে মাথা পর্যন্ত একজন কালো কেউ আমার গাড়ির সামনে চলে আসে। এরপর গাড়ি থামিয়ে নেমে দেখি সেখানে কেউ নেই।’

এরপর বলেন, ‘এরপরে আমরা নিরাপদে সেখান থেকে বাসায় চলে আসি। তবে চলে আসার পরেও বাসার বিপরীত দিকে আবারও সেই ব্যক্তিকে দেখতে পাই।’

এসময় সাদিয়া বলেন, ‘আমি কথা বলতে কাঁপছি। কিছুক্ষণ আগেও বারান্দা থেকে দেখেছি সেই ব্যক্তি আমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে।’

image_132208_1729578370

সাদিয়ার এমন লাইভ দেখে মধ্যরাতে আতঙ্কিত হন নেটিজেনরা। কেউ কেউ তাকে পুলিশ ডাকার পরামর্শ দেন। আবার উৎকণ্ঠা প্রকাশ করেন। এর কিছুক্ষণ পর সাদিয়ার ফেসবুক থেকে মুছে যায় লাইভটি। এতে আরও আতঙ্কিত হয়ে পড়েন নেটাগরিকরা। কেউ কেউ নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে তার খোঁজ জানার চেষ্টা করেন।

নেটিজেনরা মাঝরাতে ঘুম হারিয়ে যখন সাদিয়াকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ ঠিক তখন অভিনেত্রী একটি ছবি প্রকাশ করেন ফেসবুকে। সেখানে দেখা যায় একটি ওয়েব ফিল্মের পোস্টার। কারও বুঝতে বাকি থাকে না  ‘বিভাবরী’ নামের সে ওয়েব ফিল্মটির প্রচারণায় এই নাটক সাদিয়ার। এতে অভিনেত্রীর ওপর ক্ষুব্ধ হন নেটাগরিকরা।