বিনোদন ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ১১:৪০ এএম
বিতর্ক পিছু ছাড়ছে না উঠতি অভিনেত্রী সাদিয়া আয়মানের। এর আগে তার হটকারিতায় হেনস্তা হয়েছেন এক জ্যেষ্ঠ বিনোদন সাংবাদিক। এবার মধ্যরাতে নাটক করে নেটিজেনদের আতঙ্কে ডোবালেন। বিষয়টি বুঝতে পারলে ক্ষুব্ধ হন নেটাগরিকরা। শেষে তোপের মুখে সামাজিক মাধ্যম থেকে পালান সাদিয়া।
গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক থেকে লাইভে আসেন সাদিয়া আয়মান। তিনি বলেন, ‘গত কয়েকদিন আগে আমি একটা শুট শেষ করে বাসায় ফিরছিলাম, তখন রাস্তায় যাওয়ার পথে দেখি পা থেকে মাথা পর্যন্ত একজন কালো কেউ আমার গাড়ির সামনে চলে আসে। এরপর গাড়ি থামিয়ে নেমে দেখি সেখানে কেউ নেই।’
এরপর বলেন, ‘এরপরে আমরা নিরাপদে সেখান থেকে বাসায় চলে আসি। তবে চলে আসার পরেও বাসার বিপরীত দিকে আবারও সেই ব্যক্তিকে দেখতে পাই।’

এসময় সাদিয়া বলেন, ‘আমি কথা বলতে কাঁপছি। কিছুক্ষণ আগেও বারান্দা থেকে দেখেছি সেই ব্যক্তি আমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে।’
এরপর বারান্দায় চলে যান অভিনেত্রী। সেখানে গিয়ে কালো পোশাকে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে দেখান। এরপর কান্না করতে শুরু করেন। বাড়িতে তিনি বাদে আর কেউ নেই উল্লেখ করে বলেন, ‘দেখুন আপনারা, ওই ব্যক্তি নিচে দাঁড়িয়ে আছে। বাড়িতে আমি বাদে এখন কেউ নেই......’ বলেই কাঁদতে থাকেন অভিনেত্রী।

এদিকে সাদিয়ার এমন লাইভ দেখে মধ্যরাতে আতঙ্কিত হন নেটিজেনরা। কেউ কেউ তাকে পুলিশ ডাকার পরামর্শ দেন। আবার উৎকণ্ঠা প্রকাশ করেন। এর কিছুক্ষণ পর সাদিয়ার ফেসবুক থেকে মুছে যায় লাইভটি। এতে আরও আতঙ্কিত হয়ে পড়েন নেটাগরিকরা। কেউ কেউ নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে তার খোঁজ জানার চেষ্টা করেন।
নেটিজেনরা মাঝরাতে ঘুম হারিয়ে যখন সাদিয়াকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ ঠিক তখন অভিনেত্রী একটি ছবি প্রকাশ করেন ফেসবুকে। সেখানে দেখা যায় একটি ওয়েব ফিল্মের পোস্টার। কারও বুঝতে বাকি থাকে না ‘বিভাবরী’ নামের সে ওয়েব ফিল্মটির প্রচারণায় এই নাটক সাদিয়ার।
সাদিয়ার এমন আচরণে ক্ষীপ্ত হন নেটিজেনরা। মন্তব্যের ঘরে ধুয়ে দিতে থাকেন। এটি অবিবেচকের মতো কাজ বলে মনে করছেন তারা। এর কিছুক্ষণ পর সামাজিক মাধ্যমে সাদিয়া আয়মানের পেজ ও আইডি গায়েব হয়ে যায়। ধারনা করা হচ্ছে, নেটাগরিকদের তোপের মুখে সাদিয়া আয়মান নিজের আইডি ও পেজ অচল করে পালিয়েছেন ফেসবুক থেকে।