images

বিনোদন

পূজায় ব্যতিক্রম উদ্যোগ, প্রশংসিত জিৎ 

বিনোদন ডেস্ক

১৩ অক্টোবর ২০২৪, ১১:০০ এএম

দুর্গা পূজায় মেতে উঠে টলিউড। প্রতিমা দর্শন ও সিঁদুর খেলায় ব্যস্ত সবাই। ঠিক তখন টলি সুপারস্টার জিৎ নিলেন এক মানবিক উদ্যোগ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

পূজায় পথশিশুদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছেন জিৎ। তবে কারও মাধ্যমে না। নিজেই ছিন্নমূল শিশুদের ডেকে নিয়েছেন বাড়িতে। তাদেরে বসিয়ে খাইয়েছেন। এসমপ্য জিতের সন্তানকেও খেলা করতে দেখা গেছে ভাসমান শিশুদের সঙ্গে। 

এরইমধ্যে জিতের এই আয়োজনের ভিডিও ভাইরাল। পথশিশুদের সঙ্গে তার সন্তানের খেলার দৃশ্য মনে ধরেছে নেটিজেনদের। মন্তব্যের ঘর প্রশংসায় ভাসাচ্ছেন তারা। অনুরাগীরা প্রিয় তারকাকে বড় মনের মানুষ বলে আখ্যায়িত করছেন।

এবার পুজায় ছবি নেই জিতের। সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা রায়হান একটি সিনেমায়। প্রাথমিকভাবে নাম নির্ধারণ করা হয়েছে ‘লায়ন’। জানা গেছে এর আগে একাধিকবার ছবিটি নিয়ে বসে কথা বলেছেন জিৎ-রাফী। ক্যারিয়ারে সুসময় ফিরিয়ে আনতে এ সিনেমার ওপর ভরসা করছেন জিৎ।