images

বিনোদন

ফের বিয়ে করলেন সঞ্জয় দত্ত, পাত্রী কে? 

বিনোদন ডেস্ক

১০ অক্টোবর ২০২৪, ১১:৪৬ এএম

বলিউড তারকা সঞ্জয় দত্ত ২০০৮ সালে তৃতীয় বিয়ে করেন। দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবন পার করে ৬৫ বছরে এসে ফের বিয়ে করলেন এ অভিনেতা। তবে পাত্রী খুঁজতে ঘরের বাইরে যাননি। নিজের তৃতীয় স্ত্রী মান্যতার সঙ্গে সাতপাকে ঘুরেই সেরেছেন চতুর্থ বিয়ে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল। সেখানে দেখা গেছে গেরুয়া রঙের ধুতি, পাঞ্জাবি পরেছেন অভিনেতা। মান্যতার পরনে সাদা রঙের সালোয়ার কামিজ। মাথায় ওড়না দিয়ে ঘোমটা দেওয়া। অগ্নিসাক্ষী রেখে বউয়ের হাত ধরে ঘুরেছেন সঞ্জয়। 

1728476939_sanjay-3

এ দৃশ্য দেখে অনেকে অবাকই। শোনা যাচ্ছে নতুন ফ্ল্যাট কিনেছেন অভিনেতা। গৃহপ্রবেশের দিন ফের এক বার পুরনো স্মৃতি তাজা করলেন তিনি। তেব অভিনেতার অনুরাগীরা এমন ঘটনায় বেশ আনন্দিত। 

১৯৮৭ সালে সঞ্জয় প্রথম ছাদনাতলা যান। বিয়ে করেন অভিনেত্রী রিচা শর্মাকে। মাথায় টিউমারে রিচার মৃত্যুর পর তার জীবনে আসেন মডেল রিয়া পিল্লাই। তার সঙ্গে অবশ্য খুব বেশি দিন সংসার করা হয়নি। দু’জনের বিচ্ছেদ হয়। এরপরই জীবনে আসেন মান্যতা।