images

বিনোদন

দেড় দশক পর একসঙ্গে

বিনোদন প্রতিবেদক

২৬ মে ২০২২, ০৫:৩১ পিএম

বিনোদন মাধ্যমের জনপ্রিয় দুই মুখ মামনুন ইমন ও জাকিয়া বারি মমকে প্রথম দেখা গিয়েছিল দারুচিনি দ্বীপে। তাও সে ১৫ বছর আগের কথা। এরপর আর একসঙ্গে দেখা যায়নি এই দুজনকে। এ সময় ইমন ব্যস্ত ছিলেন সিনেমা নিয়ে আর মম ব্যস্ত ছিলেন ছোটপর্দায়।

মাঝের এই সময়টায় মাঝে মাঝে মম এসেছেন বড়পর্দায়, ইমনকেও দেখা গেছে ছোটপর্দায়। তবে তাদের এক ফ্রেমে বাঁধার কথা কেউ ভাবেননি। সেই ভাবনা জেঁকে বসেছিল নির্মাতা অঞ্জন আইচের মাথায়। ফলস্বরূপ আগামীকাল নামক একটি সিনেমায় পর্দা ভাগ করেছেন এই দুই তারকা।

ইমন-মম ছাড়াও চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ।

দীর্ঘদিন পর মমের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে ইমন বলেন, ‘দারুচিনি দ্বীপে আমাদের প্রথম দেখেছিলেন দর্শক। আগামীকাল সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছি। এটি একটি ভালো গল্পের সিনেমা। এখানে আমাদের অন্যভাবে উপস্থাপন করা হয়েছে।’

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দর্শককে হলমুখী করেছে। সেই ধারাবাহিকতা রক্ষা করতেই চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এই অভিনেতা।

সিনেমাটির নির্মাতা অঞ্জন আইচ জানিয়েছেন, জুনের ৩ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল সিনেমাটি। এ সময় সিনেমাটি সবার ভালো লাগবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

আরআর/আরএসও