images

বিনোদন

সৃজিতের জন্মদিনে নেই মিথিলা, তবে কি বিচ্ছেদের পথে হাঁটছেন 

বিনোদন ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম

images

অনেকের মতে দূরত্ব ভালোবাসা বাড়ায়। আবার কেউ কেউ বলেন, দূরত্ব নাকি বিচ্ছেদের বাহানা খোঁজে। গুঞ্জন উঠেছে, এমনটাই নাকি হতে যাচ্ছে মিথিলা-সৃজিতের ক্ষেত্রে। 

কেননা গতকাল ২৩ সেপ্টেম্বর ছিল সৃজিতের জন্মদিন। এদিন সোশ্যাল মিডিয়ায় নানাজনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সৃজিত। তবে শুভেচ্ছা জানাননি স্ত্রী মিথিলিয়া। আর তাতেই চাউর হয়েছে সম্পর্ক অবনতির খবর। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

দূরত্ব দূরে ঠেলে দিচ্ছে সৃজিত-মিথিলাকে। অনেকদিন ধরেই চলছে গুঞ্জনটি। কেননা কাজের সূত্রে কখনও আফ্রিকার তানজানিয়া তো কখনও ইউরোপে থাকেন মিথিলা। সময়-সুযোগ পেলে স্বল্প দিনের জন্য ফেরেন কলকাতায়। ফলে কাছাকাছি থাকা হচ্ছে না তাদের। তাই নাকি মানসিকভাবেও দূরে সরে যাচ্ছেন তারা। এ কারণেই হাঁটতে চাইছেন বিচ্ছেদের পথে।

srijit-mithila-20221113124714

এদিকে এর আগেও একাধিকবার সৃজিত-মিথিলার বিচ্ছেদ গুঞ্জন ছড়িয়েছে। দুজনেই তা গুজব বলে জানিয়েছেন। এবার অবশ্য এখনও রা করেননি কেউ। ফলে নেটিজেনদের উশখুশ থামছে না। 

মিথিলার প্রথম স্বামী জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তারা। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর সৃজিত মুর্খাজীকে বিয়ে করেন তিনি।