images

বিনোদন

বুবলীর ‘পুলসিরাত’ কতদূর? 

বিনোদন প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১২ পিএম

গত বছরের শেষে ‘পুলসিরাত’ পারের দোয়া চেয়েছিলেন শবনম বুবলী। অনুরাগীদের দোয়া থাকলেও ‘পুলসিরাত’ পার হওয়াটা এখনও হয়ে ওঠেনি। একটি গানের শুটিং বাকি থাকায় এ সিনেমার কাজ ঝুলে আছে।

ইচ্ছা থাকলেও গানটির কাজ শেষ করতে পারেননি ছবির পরিচালক রাখাল সবুজ। সবশেষ জুলাইয়ে চাইলেও সময় তখন পক্ষে ছিল না। বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে অস্থিরতা বিরাজ করছিল। যার ফলে তখন ছবিটির ক্যামেরা লাইট জ্বলে ওঠেনি। 

412819746_951213396361924_7540931809217691963_n_20231223_183656522

এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। এ অবস্থায় কী ভাবছেন নির্মাতা? কবে শুরু হবে পুলসিরাতের শুটিং? জানতে চাইলে রাখাল সবুজ ঢাকা মেইলকে বলেন, ‘এতদিন পরিস্থিতির কারণ শুটিং সম্ভব হয়নি। আমাদের এখন কালার ও মিউজিকের কাজ বাকি আছে। এরইমধ্যে মিউজিকের কাজ শুরু করেছি। শিগগিরই গানের দৃশ্য ধারণ করে ফেলব।’

পরিচালক এ বছরই মুক্তি দিতে চান ছবিটি। তার কথায়, ‘পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ করব। এ বছরই মুক্তি দেব আশা করছি। সেটা হতে পারে নভেম্বর-ডিসেম্বরে।’ 

d132033ef448286107f680ecdeb677f7-6587926d37c0d

সরকারি অনুদানের ছবি ‘পুলসিরাত’। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান। বুবলী ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল রোশান, শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ। প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান।